আমাদের কথা খুঁজে নিন

   

দ্রুপাল শেখার টিউটোরিয়াল গাইড বই : ফ্রি ডাউনলোড

ব্লগিং জগতে অশিক্ষিত বালক নামেই রিচিত আমি। ওয়েবসাইট নিয়ে পাগলামি করার টুকটাক অভ্যাস। তাই, পড়ালেখার পাশাপাশি বন্ধুদেরকে নিয়ে টুকটাক ওয়েবসাইটের পাগলামি নিয়ে আছি। আমার কাজকর্ম দেখুন এখানেঃ http://banglatheme.com/ বর্তমান ওয়েব ডেভেলপমেন্টের যুগে দ্রুপাল বা ড্রুপাল (যেভাবেই বলুন না কেন) একটি অতি পরিচিত এবং জনপ্রিয় নাম। ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস, জুমলা িএর মতো কন্টেন্ট ম্যানেজমেন্টগুলোর সাথে পাল্লা দিয়ে দ্রুপাল খুবই দ্রুত এগিয়ে যাচ্ছে।

বাংলায় ওয়েবসাইট ডেভেলপাররাও এক্ষেত্রে পিছিয়ে নেই। বাংলাতে এখন প্রচুর ওয়েবসাইট দ্রুপাল সিএমএস দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু সমস্যা হলো দ্রুপাল নিয়ে ইংরেজি বা বাংলা সবমিলিয়ে টিউটোরিয়াল সংখ্যা হাতে গোনা। তাই, অনেকেই দ্রুপাল শিখতে গিয়েও পিছপা হয়ে যান। কিন্তু ওয়েবালয় নামক আমাদের এই ওয়েবসাইট যখন আছে তখন আর আপনি পিছপা হবেন কেন? আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ওয়েব ডেভেলপমেন্টের সবকিছুই আপনাদেরকে উপহার দেব।

আজকের পোস্টালয়টিতে আমরা একটি টিউটোরিয়াল গাইড বইয়ের ডাউনলোড লিংক দিব যা শুধুমাত্র তাদের জন্য যারা দ্রুপাল সম্পর্কে একেবারেই কিছু জানেন না। বইটির নামঃ Beginners Guide to Drupal বইটিতে আপনি যে যে বিষয়ের ধারণাগুলো পাবেনঃ দ্রুপাল দিয়ে আপনি কী কী করতে পারেন, দ্রুপাল কেন ব্যবহার করবেন, দ্রুপালের প্রাথমিক ধারণা, দ্রুপাল দিয়ে ওয়েবসাইট তৈরির উপায় ইত্যাদি। ডাউনলোডের উপায়ঃ ১. এখানে ক্লিক করুন । ২. রেগুলার ডাউনলোড অপশনটিতে ক্লিক করুন। ৩. ২২ সেকেন্ড অপেক্ষা করুন।

৪. ক্যাপচা ঘরে যে দুটো শব্দ লিখতে বলা হবে শব্দদুটো সঠিকভাবে লিখুন এবং তারপর continue বাটনে ক্লিক করুন। ৫. ব্যস! এবার Download the file এ ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন। এবার ডাউনলোডকৃত বইটি পড়ে শুরু করে দিন আপনার দ্রুপাল জীবন। ডাউনলোডে কোন সমস্যা হলে মন্তব্যে জানান। লেখাটি পূর্বে যে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছেঃ ওয়েবালয় - ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়ালভিত্তিক বাংলা ওয়েবসাইট ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।