আমাদের কথা খুঁজে নিন

   

ইলিয়াস আলি নিখোঁজের বলি হলো ৩৬ তম ব্যাচ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি ইলিয়াস আলি নিখোঁজের বোলি হলো ৩৬ তম ব্যাচ, আইন বিভাগ। ২২ এপ্রিল হরতালের কারনে যে পরীক্ষাটি হল না সেটি ৮ মে হবার কথা থাকলে ভিসি স্যার সেটা বন্ধ করে দিলেন। কারণ তিনি ছেয়েছিলেন ২২ এপ্রিল হরতালের ভেতরই যেন পরীক্ষাটি হোক, কিন্তু ছাত্ররা জীবনের ঝুকি নিয়ে পরীক্ষা দিতে চায় নি। উল্লেখ সেই হরতালে নিরিহ দুজন বাস চালক মারা গিয়ে ছিলেন। হরতালে ভিসি সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ "বাস" রক্ষার জন্যে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রাখেন।

কিন্তু ছাত্র-ছাত্রীদের জীবন বাঁচাতে পরীক্ষা বন্ধ রাখেননি। "সাদা / নীল এইসব রাজনীতি টেনে আনা হচ্ছে এখানে। চূড়ান্ত পরীক্ষা তা নিয়েও হচ্ছে এই তালবাহানা। ভিসি তার সিদ্ধান্তের বাইরে গিলো কেন ছাত্ররা , কেন দিল না পরীক্ষা তার দোষ দিচ্ছেন সাদা দলের বিরুদ্ধে। যদিও ছাত্ররা জীবনের ঝুকি নিয়ে পরীক্ষা দিতে চায়নি।

এখানে রাজনীতি আসলো কোথা থেকে? ভিসি তার খামখেয়ালি পোনার কারনে তারিখ ঠিক হবার পরেও আজ হুট করে এক্সাম বাতিল করে দিল। সামান্য এই পরীক্ষার মধ্যে আওয়ামীলীগ বিএনপি আসলো কেন, সাদা দল - নীল দল কোত্থেকে এলো। ফাকিং পলিটিক্স । পুরো জটের মধ্যে পেলে দিল। যেখানে বিবিএ এর পোলাপাইন ৪র্থ বর্ষ শেষ করতে যাচ্ছে সেখানে আইন বিভাগের ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষা নিয়ে এত জামেলা।

বিবিএ অনুষদ কেন কলা, সমাজ বিজ্ঞান আইন অনুষদ এর চেয়ে এগিয়ে যাওয়ার আরেকটা কারণ কিন্তু কেউ ভুলেনি ... (মাদ্রাসা ছাত্রদের অধিকার আন্দোলন)। রিট, হাইকোর্টের রায় মাদ্রাসা ছাত্রদের পক্ষে। বিশ্ববিদ্যালয়ের পাল্টা আপিল... এই সব করতে করতে তখন আমাদের ৪ মাস খেয়ে ছিলেন এই ভিসি স্যার। আজ আবার সামান্য বিষয়টাকে তিনি বড় করে তুলেছেন দলীয়করণ করে। হরতালে ভিসি সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ "বাস" রক্ষার জন্যে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রাখেন।

কিন্তু ছাত্র-ছাত্রীদের জীবন বাঁচাতে পরীক্ষা বন্ধ রাখেন নি। বাসের মুল্য ওনার কাছে বেশি ছিল ছাত্রদের জীবন কিছু না। ছাত্ররা ঠিক সময়ে তাদের এল এল বি (সম্মান) শেষ করতে চায়। একি সেশনে কেউ দ্রুত পাশ করে বের হবে, এর কারও পরীক্ষা ঝুলে থাকবে তা কেন? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.