আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ট্রাকে ইলিয়াস কাঞ্চনের ছবিতে জুতা ঝোলানো হয় // ইলিয়াস কাঞ্চনের কাছে নৌমন্ত্রীর দুঃখপ্রকাশ

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার জন্য ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ প্রকাশ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। একই সঙ্গে এ ঘটনার নিন্দা জানান তিনি। আজ মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মহাসমাবেশে আগত কয়েকটি মিছিলে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেওয়া হয়। একটি ট্রাকে তাঁর ছবিতে জুতা ঝোলানো হয়। আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রী বলেন, ‘ফেডারেশনের নাম ভাঙিয়ে পূর্বানুমতি ছাড়া যারা এ হীন কাজ করেছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমি এরই মধ্যে নির্দেশ দিয়েছি।’ ইলিয়াস কাঞ্চনের প্রতি কুরুচিপূর্ণ আচরণে একইভাবে দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী। এ ব্যাপারে উপযুক্ত শাস্তি প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও অঙ্গীকার করেন তাঁরা। সংগঠনের এক সংবাদ বিবৃতিতে আজ এ কথা জানানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.