আমাদের কথা খুঁজে নিন

   

শামুকের খোলস খুলে লজ্জাহীন কামুক হতে চাও

শাফিক আফতাব----------- কতবার সঙ্গত হলাম তোমার কাছে, আনত হলাম, মোলায়েম শব্দের বাক্যে গার্হস্থ্য জীবনযাপন করলাম, তোমাকে আপন করে পেতে প্রতি ভোরে শুদ্ধতার জলে স্নান সেরে সঙ্গমোত্তর হংসের মতোন ঝরঝরে অনুভবে সাতার কাটলাম দীঘির শান্ত জলে, তবু তুমি প্রতাপ ভালো বাসো উচ্ছৃঙ্খলতা ভালোবাসো ইতরের পথ হাঁটার মতোন কম্পিত করো মৃত্তিকার শরীর নিতম্ব দোলায় যৌবনজোয়ারে জৌলুসে খাপে খাপ মিলে পরিধান করো বস্ত্র উন্নত বিশ্বের নাগরিকের মতোন ভাবনাহীন জীবন যাপন করতে চাও শামুকের খোলস খুলে লজ্জাহীন কামুক হতে চাও অথচ তুমি উন্নয়ণশীল দরিদ্রদেশের নাগরিক। তোমার কী সাজে বলো এই ভূষণ তোমার সামনে যেখানে না খেয়ে মরছে জনগোষ্ঠির একটা অংশ বেকার সমস্যায় ন্যুজ্বমান দেশ দুর্নীতির মধ্যে ফাস্ট ক্লাস পাওয়া দেশে তুমি বাস করো সেখানে এত গর্ব কেনো তোমার? তুমি শান্ত হও দেশী মানুষের মতোন নরম মোলায়েম হও খাটিঁ বাংলা শব্দে কথা বলতে চেষ্টা কর কথায় কথায় দুএকটি ভুল ইংরেজি বাক্য ছুড়োনা তা পাণ্ডিত্য জাহির হয় না চালাঘরে দেখো খুটিঁ নেই সুরম্য অট্ট্রালিকার দিকে পাছে ঝড়ে পড়ে যেওনা ২৫.০৬.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।