আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল সরকারও বুঝে না ব্লগ কী জিনিস !! তাইলে কওমী মাদ্রাসার হুজুররা বুঝবে কেমনে?

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !! কওমী মাদ্রাসার হুজুররা আধুনিক শিক্ষায় শিক্ষিত না। তাঁরা ইংরেজী বা শুদ্ধ বাংলাটাও ঠিকমত বুঝেন না। সুতরাং, তাঁরা যে ব্লগ ও ব্লগার কী জিনিস সেটা বুঝবেন না এটাই স্বাভাবিক। তাঁদের চিল্লাপাল্লাতেও অবাক হই না। এমনকি তাঁরা যখন "ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়" বা "ব্লগ হচ্ছে ইন্টারনেটে আল্লাহ'র সাথে নাফরমানি করা" জাতীয় কথা বলেন তখনও অবাক হই না।

শুধু ভাবি, এরা কবে "শিক্ষিত" হবে !! বিএনপি বা ডিজিটাল আওয়ামীলীগ সরকারের মন্ত্রী-এমপিরাও ঠিকমত ব্লগ বা ব্লগার কী জিনিস সেটা বুঝেন কিনা সেটা আমার সন্দেহই ছিল এবং এখনো সন্দেহ আছে। এমনকি ইন্টারনেটে ইসলাম অবমাননা বা সাম্প্রদায়িক উস্কানি মনিটরিংয়ের জন্য যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তারাও যে ব্লগ কি জিনিস সেটা বুঝেন না তার প্রমাণ আজ পেলাম। আজকে একটা সাক্ষাৎকারে তদন্ত কমিটির একজন সদস্য বারবার বলছিলেন "বাঁশেরকেল্লা" নাকি একটা ব্লগ !! তো যারা বুঝেই না ব্লগ কী, ব্লগার কী বা ফেইসবুক পেইজ কী তারা কিভাবে মনিটর করবে আর ব্যবস্থা নিবে? শুধু বিভিন্ন পক্ষকে "খুশি" রাখার জন্যই কিছু আইওয়াশ ব্যবস্থা নিবে- এখন এটাই বুঝা যাচ্ছে। তবুও ধন্যবাদ জানাই "বাঁশের কেল্লা" ফেইসবুক পেইজ এবং "নূরানী চাপা" ওয়ার্ডপ্রেস ব্লগ বন্ধ করার সুপারিশ করার জন্য। এখন তাড়াতাড়ি বন্ধ করলেই হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.