আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের রুচিবোধ কত খারাপ! একটু চিন্তা করে দেখুন: ভালো কথা এখনই টিভি খুলে বাংলাভিশন দেখুন। প্রভার সাথে আলোচনা চলছে।

কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। আমি আবিষ্কার করলাম, ক) কেন আমাদের দেশে ভালো চলচ্ছিত্র তৈরি হয় না? খ) কেন ভালো বিষয় কিংবা ভালো মানুষ মূল্যায়িত হয় না? আমার লেখা বাজে একটি লেখা (১ নং) এবং অন্য ব্লগারের রুচিশীল একটি লেখার (২ নং) দুটি লিংক ১ নং পোস্টের লিংক ২ নং পোস্টের লিংক ১ নম্বর পোস্টটা একটা বিতর্কিত নারীকে নিয়ে। মাত্র ৪/৫ ঘন্টায় পঠিত ৫৫৫ বার। ২ নম্বর পোস্টটা একটা নতুন কবিতা এবং সাথে অত্যন্ত সুন্দর একটি পেইন্টিং। দুই দিনে পঠিত মাত্র ১৯ বার। আমি জানি, এখানে আমরা যারা ব্লগের জগতে বসবাস করি তারা সমাজের এভারেজ মানুষদের তুলনায় বেশি সচেতন এবং উন্নত মস্তিষ্কের অধিকারী। আমাদের অবস্থাই যদি এমন হয়,তাহলে দেশের অবস্থা কি হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।