আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যাশা ও প্রাপ্তির পার্থক্য

আমাদের প্রত্যাশা ছিল অনেক কিন্তু পেয়েছি কতটুকু? ১৯৭১ সালে পাওয়া স্বাধীনতা আর আজকে আমরা যে স্বাধীনতা ভোগ করছি তা কি এক? আমাদের যা স্বপ্ন ছিল তা কি আমরা পূরণ করতে পেরেছি বা করার কাছাকাছিও যেতে পেরেছি? যে বৈষম্যের কারনে আমরা স্বাধীনতার স্বাদ পেতে চেয়েছি তা কি সমাজ থেকে দূর করতে পেরেছি? কোথায় আমাদের সোনার বাংলা? উপরের সব প্রশ্ন গুলোর উত্তরে আমরা নেতিবাচক শব্দই খুজে পাব। বাস্তবতা হল আমরা আজও এমন এক সমাজে বাস করি যেখানে বৈষম্য আছে প্রতিটি স্তরে। আমরা ধনীকে আরও ধনবান বানিয়েছি গরিবের দিকে ফিরেও তাকাইনি, আমরা দুর্নীতি করে গেছি বা সয়ে গেছি কিন্তু তার বিচার করিনি বা চাইনি, আমরা খারাপ মানুষদের নেতা বানিয়েছি আর ভাল মানুষদের তাড়িয়েছি, আমরা টাকা নিয়ে ভোট দিয়েছি, টাকা দিয়ে ভোট নিয়েছি, আমরা সাম্যে বিশ্বাস রাখিনি বা সমতা করিনি। এত কিছুর পরও আমরা নিজের দোষ ঢাকতে সবসময় অন্যকে দোষ দিয়ে গেছি, জনতা দোষ দেয় সরকারের, সরকার দোষ দেয় বিরোধীদের, বিরোধীরা দোষ দেয় সরকারের! ঠিক যেন এক ভিসিয়াস সার্কেল! গ্যাস আমাদের জাতীয় সম্পদ। আমরা আমাদের জাতীয় সম্পদ শেষ করে ফেলেছি কিন্তু আমাদের উন্নয়ন হয় নি। জাতীয় সম্পদের সঠিক ও সমবন্টন আমরা করতে পারিনি, উল্টো পাইপলাইনের মাধ্যমে সেটাকে গৃহকার্যে ব্যবহার করতে দিয়ে বিশ্বে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছি। জাতীয় সম্পদে সবার সমান অধিকার থাকলেও আমরা তা সুনিশ্চিত করিনি, বরং এই সম্পদকে ঢাকা ও চট্টগ্রামের সম্পদ বানিয়েছি। এই দুই শহরের মানুষ গ্যাস সম্পদের সুবিধা যতটুকু ভোগ করেছে সারা বাংলাদেশের মানুষ তার সমান সুবিধা ভোগ করতে পেরেছে কি? যদি সমান সুবিধা পেয়ে না থাকে তাহলে কি তা জাতীয় বৈষম্য নয়? আমরা যদি আজ নিজেদের দিকে তাকিয়ে দেখি তাহলে কি সফল কাউকে দেখতে পাব? কিংবা সোনার বাংলাকেই বা কত দূরে দেখতে পাই? আমাদের প্রতাশ্যা ছিল অনেক, সাথে অপার সম্ভবনাও ছিল কিন্তু প্রাপ্তি কতটুকু? আমাদের সম্ভবনা হয়ত এখনও শেষ হয়ে যায়নি কিন্তু তাতে কি আদৌ লাভ হবে? তাইত এতও এতও প্রশ্নের ভিড়ে আর একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের সম্ভবনা থাকার পরও কি প্রত্যাশা আর প্রাপ্তির এই পার্থক্য থেকেই যাবে? আর এই পার্থক্যের শেষই বা কোথায়?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।