আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরের ভাষায় জেমসের মা গান

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ... জেমস আমার অনেক প্রিয় একজন গায়ক, কেন প্রিয় এটা খুব অল্প ভাষায় বোঝানো সম্ভব নয়। নাটোর স্টেশনের সেই ছন্ন ছাড়া ছেলে চট্টগ্রামের আজিজ বোর্ডিং এর বোহেমিয়ান জীবন বেছে নিতে দ্বিধা করে না। বাবা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আর ছেলে পড়াশোনা বাদ দিয়ে ঘরছাড়া। উত্তরবঙ্গের এই ছেলে আজ বিশ্বে আজ অনেক পরিচিত না। জেমস এর জেল থেকে বলছি, অনন্যা আমাকে জেমসে মুগ্ধতায় প্রথিত করে।

লিরিক সিলেকশন জেমস কে অনেক উচ্চতায় নিয়ে গেছে। প্রিন্স মাহমুদ, আসাদ দেহলভী, গোলাম মোর্শেদ লায়ন কিংবা লতিফুজ্জামান শিবলীর কম্বিনেশনে যেন স্বর্গীয় সুধা তৈয়ারী হতো যা শুধু পানই করতে ইচ্ছে করে। আরেক দিন জেমস কে নিয়ে বলব। আজ যেটা বলতে এসেছি, জেমস এর প্রিয় গানগুলোর একটি 'মা' গানটি গাইতে গাইতে রংপুরের আঞ্চলিকতায় গেয়ে ফেল। আজ ভাবলাম, দেখি লেখা যায় কি ন।

চেষ্টা করলাম। ভুল হলে মাফ!!!! রংপুরের কেউ থাকলে ভাষাগত ভুল ধরায়ে দিলে কৃতজ্ঞ হবো। দশ মাস দশ দিন করি গর্ভোত ধারোন, কষ্টের তীব্রতা মোক করিছে নালন অনেক রিনের জালোত মা বান্ধিছিলু তায়, বিষদএর অভয়ারন্যত ভয় তাও পাও, হঠাক কোন্ঠে না কয়া হারে গেলু, জন্মান্তরের বান্ধন কোন্ঠে হারালু। সবায় কয় ওই আকাশোত নুকে আছিত, খুজি দ্যাখেক পাবু দুর নক্ষত্রের মাঝোত... আইতের তারা বিয়ানের তারা মোক কয়া দেইস, কন্ঠে আছে ক্যাংকা আছে মোর মাও। আইতের তারা বিয়ানের তারা মা'ক কয়া দেইস অনেক কান্দিছু আর কান্দিবার পারিবার নাও...  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.