আমাদের কথা খুঁজে নিন

   

বুর্জ আরবের শীর্ষে টেনিস কোর্টঃ ইঞ্জিনিয়ারিংয়ের এক দূর্দান্ত নিদর্শন

পেতে চাই সত্যের আলো, হতে চাই বিশ্বাসীদের একজন আমরা হয়ত কল্পনা করতে পারি টেনিস খেলার চরম মূহুর্তে একজন দর্শক উত্তেজনার বসে তার সীট থেকে ছিটকে পড়েছেন।কিন্তু যদি এমন টেনিস কোর্টে খেলা হয় যেখানে খেলোয়ারদেরই ১০০০ ফুট নীচে ছিটকে পড়ার সম্ভাবনা আছে তবে কেমন হবে বলুন তো? জ্বি হ্যা, আজ এমনই এক টেনিস কোর্টের কথা বলব যা স্থাপন করা হয়েছিল ভূমি থেকে হাজার ফুট উচ্চতায়। ফেব্রুয়ারী ২২,২০০৫। বুর্জ আল আরব তাদের হেলিপ্যাডে একটি অস্থায়ী টেনিস কোর্ট স্থাপন করে। উদ্দেশ্য ছিল এক মিলিয়ন ডলার প্রাইজমানির দুবাই ওপেনকে প্রমোট করা। এজন্য টুর্নাম্যান্ট শুরুর দুই সপ্তাহ আগে দুই টেনিস গ্রেট আন্দ্রে আগাসি আর রজার ফেদেরারকে আমন্ত্রন জানায় পৃথিবীর সবচেয়ে উচুতে অবস্থিত এই টেনিস কোর্টে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য। সেই খেলার কিছু ছবিঃ এবার দেখুন টেনিস কোর্টের অবস্থানঃ আর সবশেষে এই নিয়ে একটা ভিডিওঃ এটা মূলত হেলিপ্যাডই। মাঝেমাঝে টেনিস্ কোর্ট হিসেবে ব্যবহৃত হয়। দেখে নিন হেলিপ্যাড হিসেবে কেমন দেখায় একে। হেলিকপ্টার নামার আগেঃ  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.