আমাদের কথা খুঁজে নিন

   

কলমা জানো মিঞা -- ব্লগ জানো মিঞা ?

মাটি লাল সালু তে মজিদ বলেছিল কলমা জানো মিঞা ? ওখানে উদ্দেশ্য ছিল লোকটাকে মনস্তাত্ত্বিক আঘাত করে চুপ করায়ে দেয়া এখনকার মজিদ রা বলতেছে ব্লগ জানো মিঞা ? উদ্দেশ্য ওই একই মনস্তাত্ত্বিক আঘাত করে থামায়া দেয়া। একটা মানুষের প্রতিবাদ করার জন্য কি এতটুকুই জানা যথেষ্ট না যে ব্লগ এমন একটা জিনিস যেখানে বিভিন্ন জিনিস লেখা যায় এবং কিছু মানুষ সেখানে আল্লাহ, নবী(স এবং ইসলামের নামে কুত্সিত কথা লিখে ছড়াচ্ছে। তাদের তো আর মাইক্রো প্রসেসর বা অপারেটিং সিস্টেম কি এই জিনিস জানার দরকার নাই । তাদের উক্ত দাবির কথা না শুনে, তাদের কে বলা হচ্ছে ব্লগ কি জানো মিঞা ? হাসাহাসি করার মত ইতরামি করা হচ্ছে । এভাবে সমাধান হবে না উনাদের কথা শুনুন । এমন তো অযৌক্তিক কিছু বলে নাই - কোনো ধর্মের বিরুদ্ধে আজে বাজে কথা বলা যাবে না - সব ধর্মের ব্যাপারে এই নিয়ম করে আইন পাস করলেই তো হয় সাথে সাথে আরো কিছু ব্যাপার যোগ করতে পারেন - শেখ মুজিব , বীরশ্রেষ্ঠ , ভাষা সৈনিক , জাতীয় কবি এদের ব্যাপারে ও বাজে কিছু বলা বা লেখা যাবে না - এসব না করে ফাজলামি করলে তো হবে না

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।