আমাদের কথা খুঁজে নিন

   

২০মত প্রেসিডেন্ট

আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে আমাদের ২০মত প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল। '২৯ এপ্রিল' শুনলেই স্মৃতিতে ভেসে ওঠে- বাড়ির ঘরগুলোর দুমরে-মুর্চে পড়ে থাকা, মাটির সাথে মিশে যাওয়া ফসল, ভূ-পাতিত আম-কাঁঠালের গাছ, দু-একটা যা-ও দাঁড়িয়ে আছে তার কোনটারই ডালপালা অক্ষত নেই, পাহাড়ের যেসব গাছ দাঁড়িয়ে আছে তাদেরও একই অবস্থা, কোন গাছে একটি পাতা পর্যন্ত অক্ষত নেই। চারদিকে শুধুই হাহাকার। হ্যাঁ, '২৯ এপ্রিল' শুনলেই ১৯৯১ সালের ২৯ এপ্রিলের সেই ভয়াবহ ঘূর্ণিঝরের পর আমার ছোট্ট সেই দুনিয়াটার করুণ চিত্রই ভেসে ওঠে। আস্তে আস্তে জেনেছি, সেই ঝর কেড়ে নিয়েছিল লাখো মানুষের প্রাণ। মানুষ শূণ্য বিরানভূমি হয়েগিয়েছিল বঙ্গোপসাগর উপকূল এলাকা। প্রাণ আর সম্পদ মিলিয়ে ঠিক কি পরিমাণ ক্ষতি হয়েছিল তার হিসাব পাওয়ার চেষ্টাও ছিল অবান্তর। এমন একটি করুণ স্মৃতির দিনেই নির্বাচিত হতে যাচ্ছেন আমাদের ২০তম প্রেসিডেন্ট! আমাদের ১৯তম প্রেসিডেন্টের বিদায় যেকারো জন্যই ঈর্ষণীয় হয়ে থাকবে, আসলে এমনটাই প্রার্থিত। কিন্তু এর পরের জন-ও কি একই পরিবেশ পাবেন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.