আমাদের কথা খুঁজে নিন

   

চাল ২৮, ধান ১৮ টাকায় কিনবে সরকার

একটি পৃথিবী ৭০০ কোটি মানুষ, তবুও আমি একা চলতি বোরো মৌসুমে ব্যয় বিবেচনায় তিন টাকা লাভ ধরে ২৮ টাকা কেজি দরে চাল এবং ১৮ টাকায় ধান কিনবে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিটির সভাপতি খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ তথ্য জানান। খাদ্যমন্ত্রী বলেন, “এ বছর প্রতিকেজি ধান উৎপাদনে ১৫ টাকা ৭৬ পয়সা এবং চাল উৎপাদনে ২৫ টাকা ব্যয় হয়েছে। তাই সরকার প্রতিকেজি ধান ১৮ টাকা এবং চাল ২৮ টাকা কেজি দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে।

” আগামী ৩ মে থেকেই বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হবে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে সংগ্রহ কার্যক্রম। সভায় দেশের অভ্যন্তরীণ বাজার থেকে এ মৌসুমে মোট ১০ লাখ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। এর মধ্যে চাল নয় লাখ টন এবং ধান দেড় লাখ টন (এক লাখ টন সমপরিমাণ চাল) সংগ্রহ করা হবে। রাজ্জাক বলেন, “সরকার কৃষকদের কাছ থেকে থেকে সরাসরি এসব ধান ও চাল সংগ্রহ করবে।

বিভিন্ন পর্যায়ের খাদ্য গুদামে এসব ধান ও চাল নেওয়া হবে। ” ধান ও চালের বাজার নিয়ন্ত্রণ ও কৃষককে প্রণোদনা দিতেই সরকার প্রতিবছর এ কার্যক্রম চালিয়ে থাকে। দেশে বর্তমানে প্রায় সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল ও গমের মজুদ থাকার বিষয় তুলে ধরে খাদ্যমন্ত্রী জানান, দেশের খাদ্য গুদামগুলোতে বর্তমান ধারণ ক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন। খোলাবাজার চাল বিক্রির কার্যক্রম (ওএমএস), টেস্ট রিলিফ (টিআর), কাবিখা এবং সুলভ মূল্যে চাল বিক্রির কার্যক্রমের মাধ্যমে এ সময়ের গুদামগুলো আরো খালি হবে। নতুন গুদামের কার্যক্রমও শুরু হবে।

নতুন গুদামের কার্যক্রম শুরু এবং পুরনো গুদামগুলো খালি হলে সরকার ধান ও চাল সংগ্রহের কার্যক্রমে আরো ৫০ হাজার মেট্রিক টন বেশিও সংগ্রহ করতে পারে বলেও জানান তিনি। সরু চাল রপ্তানির সিদ্ধান্ত ধানের উৎপাদন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রাজ্জাক বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে এক লাখ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। এ ছাড়া দেশে এ বছর ধানের খুব ভালো উৎপাদন হয়েছে। ফলে এ বছর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা এক কোটি ৮৭ লাখ মেট্রিক টনও ছাড়িয়ে যাবে। “গুদামে পর্যাপ্ত মজুদ এবং বাজারে সরবরাহ থাকায় এখনো চালের দাম কমছে।

ফলে নতুন ধান ওঠার পর এর দাম আরো কমার সম্ভাবনা রয়েছে। তাই সরকার এ বছর ‘চিকন চাল’ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে রপ্তানির আদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে,” যোগ করেন তিনি। সরু চালের সঙ্গে মোটা চাল রপ্তানি হওয়ার আশঙ্কা প্রসঙ্গে জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, “দেশীয় চাহিদা এবং সম্ভাব্য সংকটের কথা বিবেচনায় তা করতে দেওয়া হবে না। এ ব্যাপারে সরকার সতর্ক থাকবে।

” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।