আমাদের কথা খুঁজে নিন

   

অ্যক্রসনেট একটি ছন্দের নাম

হুতাশ হিমেল আর ঝিঁ ঝিঁ পোঁকা সুরে মায়াতুর মনে কেঁদে কে ডাকে আমাকে য়ুরু উড়ু রৌদ্রু রঙ চৈত্রের দুপুরে নয়নের জলে নীল নীলাম্বরী ফাঁকে আমার আকাশ মেঘ কালো ছায়া ছাটে । হয়ত কেউ ডাকবে পিছু আব্রু চোখে । মেয়েলী বিষাদ তার জল দু'কপাটে। দগ্ধ মনে চলে যাব দরিয়াকে রেখে । না এরপর কিছুনা অন্ধকার শুধু ফেরার শেষে না ফেরা মৃত্তিকা নৃবাসী রামায়ন নাশী ভস্ম মরুভূমি ধূ ধূ রনতরী সাজে আমি কংঙ্কাল হাসি ; দেয়ালিকা গাথা পিনে সোনালী সকালে শঙ্খনীল হয়ে ফিরি জল থল কেলে । শংসোদণ : কবিতাটি একটি সনেট । সাথে অ্যক্রস্ট্রিকের সমন্বয় । দুটো ছন্দই মধূসূধন সর্বপ্রথম বাংলা সাহিত্যে প্রবর্তন করেছিলেন ।এছাড়াও আরো কিছু বৈশিষ্ট সংযোজনে কবিতাটি চতুর্দশপদী অ্যক্রসনেট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.