আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের উপায়-“সংলাপ”

আমি একজন ছাএ বর্তমানে বিএনপি-জামায়াত জোটের চলমান হরতাল অবরোধ অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। এখন সপ্তাহ জুড়ে হরতাল পালন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী, ছাত্র, পেশাজীবী, খেটে খাওয়া দিন মুজুর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং আরও অনেক পেশাজীবীর মানুষ। বিরোধীদল হলফ করে বলতে পারবে না তাদের এই হরতাল, বিশৃঙ্খলার অবসান কবে হবে। ইতিমধ্যে তৈরি পোশাক খাতের অবস্থা নাজুক হয়ে পড়েছে।

চট্টগ্রাম সামুদ্রিক বন্দর অচল হয়ে পড়েছে। উৎপাদন বন্ধ হওয়ায় গার্মেন্টস শ্রমিকরা এ মাসের বেতন পাবে কিনা অনেকেই সন্দেহ পোষণ করেছেন। এফবিসিসিআই এবং বিজিএমইএ এর নেতারা মনে করেন দেশের এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রীর মধ্যে অতিসত্তর আলোচনার টেবিলে বসা উচিত। একমাত্র এর মধ্যে দিয়ে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে। সর্বস্তরের মানুষও আশাবাদী হয়ে উঠেছে।

ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান ব্যারনেস অ্যাসটন বলেন, “সংলাপই হচ্ছে সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলার অন্যতম প্রধান উপায়। ” বহিঃবিশ্ব এ বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, “সংলাপ অবশ্যই হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ” বাঙ্গালী বীরের জাতি, অতীতে এ বিষয়ে বহুবার প্রমানিত হয়েছে। তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সমস্ত অধিবাসী বাঙ্গালী।

এখানে কোন গোত্র পতি/গোত্র প্রধান নেই, যার কারণে সমস্যার সমাধান হবে না। এই ভু-খণ্ডে সকলেই সমতলের অধিবাসী, সকলেই বাঙ্গালী ঐতিহ্যে বিশ্বাসী। সকলের শরীরেই বাঙ্গালীর রক্ত ধারা প্রবাহমান। সহনশীলতা আমাদের হাজার বছরের ঐতিহ্য। দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা সংলাপে বসবো।

আগামী দিনের শিশুর নিরাপদ আবাসভূমি গড়ে তুলবো। এই হবে আমাদের প্রত্যাশা। জয় হবে বাঙ্গালীর, জয় হবে বাংলাদেশের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.