আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাক্রোফটোগ্রাফি- এক্সটেনশন টিউব ও লেন্স রিভার্সিং

মহলদার এক্সটেনশন টিউব ও লেন্স রিভার্সিং করে আমার তোলা কিছু ম্যাক্রো ছবি শেযার করলাম। দেখুন তো কেমন হয়েছে ধন-ধান্য পুষ্প ভরা...............এই হলো সেই ধান। এটার নাম হেগড়া, ঐ যে রাস্তার পাশে দেখছেন না হয়ে থাকে... প্রাঙ্গনে মোর শিরষ শাখে......এটা হলো সেই শিরিষ ফুলের কুঁড়ি। কামড়ানি মাছ, মুখে হাত দিলে খ্যাচাত করে কামড়ে ধরে। এর নাম Pointed-tailed goby/চেউয়া/চেও মাছ (Pseudapocryptes elongatus) এত বড় দাঁত হলেও মুখে হাত দিলে এ কামড়ায় না।

এর নাম Goby/ডালি চেউয়া/গুলে/চিরিং (Parapocryptes batoides) সাংঘাতিক হিংস্র মাছ। মুখের কাছে হাত নিলেই শেষ...ঘ্যাচাত করে ধারালো দাঁতগুলো বসিয়ে সজোরে কামড়ে ধরবে। এর নাম কামিলা/Daggertooth pike-canger eel (Muraenesox cinereus)। ২-৩দিন ধরে এই মাছটা খাওয়ার সময় প্রতিবার মনে হত সাপ খাচ্ছি.... অনৈতিক ভাবে তোলা ছবি। ছবি তোলার জন্য একে হত্যা করা হয়েছে।

পরবর্তীতে এটা আর করার ইচ্ছা নেই ছবিগুলো এক্সটেনশন টিউব এর উপর ১:১ ম্যাক্রো লেন্স (৯০মি.মি. ট্যামরন) ও এক্সটেনশন টিউব এর উপর ৫০মি.মি. লেন্স কে রিভার্স করে বিভিন্ন সময় তোলা। কামিলা মাছের ছবিটি বাদে প্রতি ছবিতে ফোকাস স্টেকিং করা হয়েছে। ছবিগুলোকে আরো বড় করে দেখতে ও আমার তোলা আরো ছবি দেখতে আমার ফ্লিকারে নিমন্ত্রণ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.