আমাদের কথা খুঁজে নিন

   

amar kobita

কানে আমার ধ্বনিত হয় একাত্তরের কথা হঠাৎ করে বুকে লাগে অসহ্য এক ব্যাথা কত বীরাঙ্গনা জীবন দিয়েছে শুধুই দেশের সার্থে কত স্বাধীনতাপ্রেমী করেছিল আতœদান দেশকে টিকিয়ে রাখতে বাংলার কত দামাল ছেলেরা রেখেছিল জীবন বাজী অনেকেই তারা শহীদ হয়েছে অনেকেই আবার গাজী চোখের সামনে ভেসে উঠে অসংখ্য নির্যাতিতা অতি করুন ভাগ্য তাদের,কেউ করেনা সহযোগীতা যারা একদিন এই মাটিতে দিয়েছিল নিজ রক্ত তাদের আজ দেখেনা কেউ হয়না অনুতপ্ত দেশপ্রেমী সেই সোনার ছেলেদের কে রেখেছে আজ মনে সেই লক্ষ গোলাপ ফুটবে কি আর অন্য কোনো কাননে? দিনে দিনে হায় সেই ফুল ঝরে যায় অযতেœ অবহেলায় নতুন উদ্যমে কাজ করার আর নাই কেউ নাই নেই কোন মালি আজ কানন হয়েছে খালি এই কানন আজ ধংস্বের দিকে ফুটছে না কোন কলি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।