আমাদের কথা খুঁজে নিন

   

ভীতুর রাজ্যে বিপ্লব আর মিথুনরাই সাহসী ।

চোখের দেখা , মনের কল্পনাঃ আমার লেখা না , আমরা নির্লজ্জ । আমরা বাঁশ খেয়ে অভ্যস্ত হয়ে গেছি । এখন উনাদের বাঁশ আমাদের কাছে সেক্সের মত রোমাঞ্চকর মনে হয় ! অনেকেই যাবেনা এসব অরাজকতার আন্দোলন করতে ...... দুই মহামান্যা রানীর ( !!!!!! ) অত্যাচারের বিরুদ্ধে । যাবে বিপ্লবের মত ছেলেরা । যারা আসলেই নিজেকে ( দেশকে ) সুখী দেখতে চায় ...... নিজের জীবন দিয়ে হলেও ।

কিন্তু আমরা ওর সাথে যাব না বলেই ও একা একা মারা পড়বে ওনাদের পূতপবিত্র আঘাতে ! বিপ্লব একজন ইন্টার পরীক্ষার্থী । স্বাভাবিকভাবে পরীক্ষা দেয়া ব্যাহত হচ্ছে । কেউ কিছু বলছেনা । ওর একার চিৎকার কদ্দুর পৌঁছাবে ? !! হায় রে একতা !! কেউ ওর সাথে নেই ! দশে মিলে করি কাজ ............... একমাত্র এই জিনিসটার অভাবেই এমনটা হচ্ছে । পেছনে ৯৯% লোক থাকবেনা ।

সাহসিকতা কেঁদে ফিরে । ৭১ এর মানুষ আর আমাদের মাঝে কত তফাৎ !! ভাবলেই নিজেকে ধিক্কার দেই :-( আমরা কেউ কিছু বলছি না কেন !! অনেকেই যায় নি বাংলাদেশ টিমের পাকিস্তান সফর আটকাতে প্রেস ক্লাবে । গিয়েছে আমার ভাই মিথুন আচার্যী একা । !!! সিলেট প্রেসক্লাবে একা একা ব্যানার হাতে দাঁড়িয়ে ছিল ঘণ্টার পর ঘণ্টা ! ওরাই আমাদের মত অপদার্থের ভীরে সলিড ডায়মন্ড ! ওদের হাত টা একবার ধরতে পারলেই হল । আমাদের কে রক্তচোষার মত নিপীড়ন করতে পারত না ওরা ।

কিন্তু হাত ধরার জন্য এত্ত দ্বিধা !! আমরা নির্বাক ! কদ্দিন এভাবে চলবে !! ????? দেয়ালে কি পিঠটা ঠেকেনি আমাদের !! ??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।