আমাদের কথা খুঁজে নিন

   

পিপড়া পিপড়া কয়টা বৌ? একে শুন্য দশটা বৌ

Antz Movie দেখবার পর থেকেই দেখছি নতুন এক যন্ত্রনা হয়েছে। ঘর ভ্যাক্যুম করতে গেলেই এদিক সেদিক পিপড়ার দলকে হাটা হাটি, দৌড়া দৌড়ি করতে দেখি। ওদের দেখা মাত্রই আমি মনের অজান্তেই তাদের সাথে গল্প করা শুরু করি। কে সে, বাড়ি কোথায় তার, তার কোন গার্ল ফেন্ড আছে কিনা বা সে কাউকে বাড়িতে ফেলে এসেছে কিনা। হয়তো সে একজন মেয়ে আর বাড়িতে বেবি কে ফেলে এসেছে।

বা সে একজন ছেলে বাড়িতে বা অন্য কোনখানে বৌটিও তার খাবারের খোঁজে গেছে, সন্ধ্যেয় বাড়ি ফিরে দেখা হবে। বা ছেলেটি হয়ত খাবার নিয়ে ফিরে গিয়ে গার্ল ফেন্ডকেই দেখতে যাবে। কাজ ফেলে এসব বসে বসে ভাবি আর ভাবি আর নিজে নিজেই ওদের সাথে কথা বলি। মনে মনে বলি - পিপড়া পিপড়া কয়টা ডিম....একটা দুইটা তিনটা ডিম, পিপড়া পিপড়া কয়টা ছা...চারটা পাচটা ছয়টা ছা, ............ পিপড়া পিপড়া কয়টা বৌ...একে শুন্য দশটা বৌ!! ছোট বেলায় আমার নানুমনি আমাকে এই ছড়া বলতেন এখনও তা মাথার ভেতর ঢুকে আছে। সেখানেই ঘটনা শেষ নয় এর পরে তেনাদের উপর ভ্যাক্যুমক্লিনার আর চালাতে পারি না ।

কি যে করি। ঝারু দিয়ে যে অন্য জায়গায় সরিয়ে দেব তাতেও মনে হয় পথ হারিয়ে ফেললে এদের বাড়ি ফিরতে তো দেরি হয়ে যাবে !! বাড়িতে নিশ্চই অপেক্ষা করে আছে কোন আপনজন! ওদের উপর দিয়ে ভ্যাক্যুমক্লিনার চালালে তো আর কথাই নেই সারা জীবনের জন্য ভ্যাক্যুমক্লিনারের ভেতর ঢুকে যাবে বন্দি হয়ে তার পর সেখান থেকে হয়ত কখনও কোথাও দুরে চলে যাবে। বাড়িতে ওর আপনজনরা পথ চেয়ে চেয়ে থাকবে কত কত সময়....তারপর হয়ত খুজতে বের হবে, তারপর হয়ত নিখোজ সংবাদ দেবে......উফফ ঘন্টা আর আর কি রাগ হয়ে যায় নিজের করুন অবস্থা দেখে....। . Director Eric Darnell আর Tim Johnson কে তুলে আছাড় মারতে ইচ্ছে করে আমার মাথা নস্ট করার জন্য ......। শুধু তাই না নিজের গাড়ির সাথে কথা বলাও বাতিক আছে আমার আগে থেকেই এখন Cars movie দেখবার পরে আমার মনে হয় আমার গাড়িরও সত্যি একটা প্রান আছে মন আছে।

গাড়িকে ক'দিন ধোয়া মোছা না করলে মনে হয় গাড়ি রাগ করে ক্যা কু শব্দ করছে ইচ্ছে করেই। আবার ধোয়া মোছা করলে মনে হয় যেন গাড়ি মনের সুখে গান করে করে উড়াল দিচ্ছে । আজ সারাদিন বৃস্টি পরছে। সাত সকালে বাইরে যেতে হলো ঝুম বৃস্টি মাথায় নিয়ে, অনেক কাজ ছিল আজ। ফিরতি পথে খুব ভাল লাগছিল বৃস্টিতে ড্রাইভ করতে।

এটা আমার একটা ভাললাগা কাজ। বৃস্টিতে ড্রাইভ করা। পুরনো চশমাতে আর চোখে দেখছিলাম না...হা হা হা বয়সে ধরেছে !! আজ আমার নতুন চশমা ডেলিভারি নিলাম সকালেই। মনে হলো পৃথিবীটাকে যেন নতুন করে দেখছি!!! পৃথিবীটা এতো এতো সুন্দর!! আমি অবাক হয়ে দেখি আর ভাবি আর ঝুম বৃস্টিতে ড্রাইভ করি। গাছের পাতার গা'ছুয়ে লতিয়ে লতিয়ে পরা বৃস্টির পানিও যেন কত কথা বলে।

নিরব নিঝুম ভাটায় সরে যাওয়া পানিহীন বিচে বৃষ্টি খেলা করে নেচে নেচে। বাড়ি ফিরে গাড়ি গ্যারাজে ঢুকিয়ে মনে হলো আমার গাড়ি রাগ করে আছে তাকে এই ঝুম বৃস্টিতে বাইরে নিয়ে যাওয়ার পরে ভেজা গায়ে গ্যারাজে ফেলে রাখার জন্য। কি আর করা সব ফেলে গাড়ি টার গা মুছে পানি শুকিয়ে পলিশ করে তবে ঘড়ে এলাম রাগে মাথা বন বন করছে .....কি হতো দুদিন পরে ভালো করে ধুয়ে মুছে দিলে। না গাড়ির ফ্যাল ফেলে চোখ দেকে মায়া হতে হবে আমার মনে .....কেন রে বাবা এই যন্ত্রনা বাইরে থেকে ফিরে এমনিতেই টায়ার্ড । . Directors John Lasseter আর Joe Ranft কে আছার মারতে ইচ্ছে করল তখন আমার ঘাড়ে এই গাড়ি ভুত চাপানোর জন্য।

X# এরপরে যেন কেউ তেলাপোকা নিয়ে কোন ছবি না বানান সেই প্রার্থনা করি। পৃথিবীর এই প্রানিটা আমার খুবই অপছন্দের একজন। এর পরের নাম্বারে আছেন সাপ জাতীয়েরা। কখনও চাইনা তেনারা ভিলেনের রুপ বদলে হিরোর রুপ ধরে Movie তে আগমন করুন। এখানে ক'দিন ধরেই শীত বৃস্টি শুরু হয়েছে।

শীত বৃস্টি শীত নামিয়ে দিচ্ছে সময়ের আগেই। আমার অবশ্য শীতকাল ভাল লাগে। শীত কাপড় পরে ব্যালকনিতে বসে ল্যাম্প পোস্টের আলোয় কখনও বড় দানা কখনও মিহিদানার বৃস্টি পড়া দেখি সন্ধ্যা হলে। সে এক অসাধারন দৃশ্য!! আমার ব্যালকনির টিনের চালে রুমঝুম রুমঝুম বৃস্টি পরার শব্দ আমাকে মুগ্ধতায় হিপনোটাইজ করে। আমার আর কোথও যেতে ইচ্ছে করে না।

মন হয় এখানেই অনন্তকাল বসে থাকি। সুমনের গানটার লাইন মনে পরে - আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই....। ও গানওলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।