আমাদের কথা খুঁজে নিন

   

মডু হওয়ার দশটি সুবিধা - সকল ব্লগারদের অবশ্যই পড়া উচিত আর লাইক দেয়া উচিত

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন © নাম্বার একঃ ছাতামাথা যাই লিখেন না কেন, তা নির্বাচিত পাতায় যাবে। নাম্বার দুইঃ অন্য কারো পোস্টে কমেন্ট না করলেও চলবে। নাম্বার তিনঃ অন্য কারো পোস্টে ভুলেও লাইক না দিলেও চলবে। নাম্বার চারঃ ব্লগারদের তেলতেলে খাতির পাবেন। ঘোড়ার ডিমেও তা মানে ডিম ফুটাবার জন্য মুরগী যেমন তা দেয় আরকি, ঐ রকম তা দিয়ে মডুর পোস্ট ব্লগার রা গরম করে রাখবে।

সেই তা থেকে আবার ঘোড়ার আন্ডা প্রসব হবে। নাম্বার পাঁচঃ মডুর পোস্ট ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। নাম্বার ছয়ঃ মডু জীবনেও সেইফ থেকে জেনারেলে ডিমোশন হবেনা। নাম্বার সাতঃ এই জীবনে মডুর ব্যান খাওনের কোনো সম্ভাবনা নাম্বার আটঃ পোস্ট দেয়ার পর মডুকে কোনো সময়ই ভয়ে থাকতে হয়না। বুকের পাঠা সব সময় প্রশস্ত।

নাম্বার নয়ঃ সাধারণের পোস্ট আগে সাধারণ পাতায় তারপর নির্বাচিত পাতায় কিন্তু মডুর পোস্ট আগেই নির্বাচিত পাতায়। নাম্বার দশঃ ব্লগীয় জীবনে সবার উপরে মডু সত্য তাহার উপরে নাই। আমি একবার মডু হইবার চাইগো ব্লগার আব্বা-আম্মা জানেরা, আমি একবার মডু হইবার চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।