আমাদের কথা খুঁজে নিন

   

অর্থকষ্টে ফেসবুকের স্ট্যাটাস নিলামে তুললাম প্রিয় ব্লগারদের মাঝে

ভুত মোর নাম.. আছর দেয়া যার কাম.. ১। ওই কেডা কথায় আচেন --- ধারে আহেন গলা ফুডা করে রক্ত খামু ২। গতকাল বললেন দেশের অর্থনীতি ভালো, আর আজ বলছেন রিসার্ভ কম থাকলে সমস্যা নাই ! হা হা হা হা হা হাসতে হাসতে ঠ্যাং ব্যাথা হয়ে গেছে ৩। আইজকের কুইজ --কইতে পাল্লে বিশাল প্রাইজ দিমু---- পাল্লে কন । ।

>>সাবেক সেনা প্রধান মইন উদ্দিন আহমেদ বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত এবার বলেন দেখি ক্যানো তার ক্যান্সার হলো????? ৪। পোলাপাইনের স্ট্যাটাস দেহে মনে হচ্ছে বাসায় অগো কেউ নাই ওরা জঙ্গলে থাহে ---- যেমন > ১বগলের চুল পেচিয়ে গ্যাছে ২ ডিমের খোসা ছারাতে পারছি না ৩ প্যান্টের এক পায়ে ২ পা ঢুকে গেছে ৪ আইজ রাতে ডান কাতে ঘুমাইছিলাম ইত্যাদি এইসব আজাইরা মালু মার্কা স্ট্যাটাস দেয় -- ৫। ঐশ্বরিয়া রাইয়ের কন্যা জন্ম নেয়ায় আমারে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে তাদের দ্ব্যার্থহীন কন্ঠে জানাইতে চাই --- এর জন্য মুই দায়ী না। মুই গত ৮ মাস ভারত যাইনাই। এই অপবাদের জন্য রাগে ক্ষোবে মুই স্টাস্টাস অনশন শুরু করলাম----- ৭।

কি মজা মুই ও এট্টা হুজুরের মাজার দিমু ভাবছি---একদম টাক্স ফ্রি ব্যাবশা। আর বুড়ো বয়সে সিনেমা বানামু ঐ ট্যাঁকা দিয়া --- ৮। সরকার বদল হয় আমলা কি বদল হয়? হয়না। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রন করে আর পুলিশ/র‍্যাবকে ব্যবহার করে দালালী ঠেকাবার কাজে - দেশে আর্মীরা আন্তর্জাতিক শান্তিরক্ষা করে বেড়ায় -- নিজের দেশের শান্তির কোন খবর নাই -- আজব জগত ! ৯। তবু তুমি চলে গেছ,- আসিবে না ফিরে, হারায়ে গিয়েছ তুমি পৃথিবীর দিন আর রাত্রির ভিড়ে! ১০।

কেউ কোরবানির এক ফোডাও রক্ত হালাইবেন না সব মুই একচুমকে খামু। হারাদিন রক্ত খাইতে খাইতে এখন রক্ত বমি হচ্ছে... ওয়াক ওয়াক. ১১। সামনের বচ্ছর চিন্তা হরছি কোরাবানির হাটে গরুর ঘাস বেচুম ...আইজ দ্যাখলাম গরুর চেয়ে ঘাসের দাম বেশি... ১২। মোর ল্যাপটপ নষ্ট হইছে... দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি...যাতে ভালোভাবে মেকারের কাছ থেকে ফিরে আসে... ১৩আভিনন্দন আইভি... কঞ্চিসহ বাঁশ শামিমকে ১৪। সুখী হতে হলে অপ্রয়োজনীয় অনেক কিছু ভুলে যেতে হয়।

১৫। কারো কাছে কি কুণো স্ট্যাটাস আছে --- ধার দেয়া যাইবো... ১৬। একটু আগে একটারে চাকু ডুকায় দিচ্ছি-----এখন অনেক শান্তি লাগতেছে----- ১৭। ঊফফ ওরে বাবাগো আমার মাথাটা পুরা খারাপ হেয়ে গেছে--- পদ্মা সেতু নিয়ে কখন বলি মনে থাকেনা--- কখনো বলি বি এন পির যোগাযোগ মন্ত্রীর জন্য আবার কখনো বলি ডঃ ইউনুসসের জন্য বিশ্ব ব্যাংক টাকা দিবে না---- আল্লাহ্‌ আমাকে সুস্থ কথা বলার তৌফিক এলাহি দেও-- যাতে দেশবাসী আমাকে পাগোল না ভাবে ১৮। আমরা সবসময় মনে করি যে নিজেরা ভুলের উর্ধ্বে, আমরা কোনো দোষ করতে পারি না; আর দ্বিতীয়ত, যখন আমাদের ভুলের মাশুল গুনতে হয় তখন অবচেতনে স্বীকার করলেও সচেতনে আমরা বারবার ভুলটাকে ঢাকতে চেষ্টা করি এবং ঐ একটা ভুলকে ধামাচাপা দিতে গিয়ে আরও বহু গন্ডগোল পাকিয়ে ফেলি।

ফলে ‘আমি এরকমই’ -এই বৃ্ত্ত থেকে আমরা আর বেরুতে পারি না, একই দুর্দশায় বারবার আমরা নিপতিত হই । বি দ্র;- এই অর্থ কিছু অসুস্থ ভূতের সেবায় ব্যয় হবে । বাকি অর্থ ভুত চ্যারিটি ফান্ডে জমা থাকবে। কোনো মানি রিসিট প্রযোজ্য নহে । প্রতিটি স্ট্যাটাসের দাম ডলারে পরিশোধ করিতে হইবে।

পর্ব আকারে আরো আসিবে যদি আপনারা চান ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।