আমাদের কথা খুঁজে নিন

   

ডাম্বুলায় মসজিদ ভাঙ্গার প্রতিবাদে শ্রীলঙ্কার মসজিদে মসজিদে ব্যাপক অভিনব প্রতিবাদ

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। ডাম্বুলায় মসজিদ ভাঙ্গার প্রতিবাদে আজ শুক্রবার জুম্মার নামাজে এর পরে শ্রীলঙ্কার মসজিদে মসজিদে ব্যাপক অভিনব প্রতিবাদ অনুষ্ঠিত হয়। আমি নামাজ পড়তে গিয়েছিলাম কলম্বোর টাউন হল মসজিদে। এখানে ফরজ ২ রাকাত নামাজ পড়ার সময় প্রথম রাকাত শেষ হবার পর ২য় রাকাতে রুকুর পরে সরাসরি সেজদায় না গিয়ে দাড়িয়ে প্রতিবাদ মুনাজাত করা হয়।

মুনাজাত শেষে সেজদার পর নামাজ শেষ হয়। নামাজের পর আবার দীর্ঘ মুনাজাত করে প্রতিবাদ জানানো হয়। নামাজ শেষে মসজিদের বাইরে প্রতিবাদ সমাবেশ হয়। এতে মসজিদ ভাঙ্গার প্রতিবাদে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করা হয়। কেউ কেউ সরবে প্রতিবাদ করেন।

নামাজে ২য় রাকাতে রুকুর পরে সিজদায় না গিয়ে মুনাজাত করে প্রতিবাদ জানানো এই আমি প্রথম দেখলাম। এখানকার মসজিদে বয়ান করা হয় তামিল ভাষায় । আমি তামিল ভাষা বুঝি না। পরে জানতে পারলাম, নামাজের আগেই ঈমাম সাহেব মুনাজাতের ব্যাপারে সবাইকে আহ্বান জানিয়েছিলেন। এছাড়াও গতকাল উত্তরাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা তাদের দোকান-পাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।