আমাদের কথা খুঁজে নিন

   

ধারুন ২টি ট্রিপস আপনার পেনড্রাইভকে র‌্যাম হিসেবে ব্যবহার করতে পারেন

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম) ১. পেনড্রাইভকে র‌্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। █ ↓ উইন্ডোজে কাজের জন্য দুই রকমের মেমোরি ব্যবহূত হয়। একটি ফিজিক্যাল মেমোরি, অন্যটি ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি হার্ডডিস্কে সংরক্ষিত থাকে। এই লেখায় ভার্চুয়াল মেমোরি হিসেবে কীভাবে পেনড্রাইভকে ব্যবহার করা যায় সেটিই দেখানো হয়েছে: ↓ এর জন্য আপনার লাগবে ন্যূনতম ২ গিগাবাইটের পেনড্রাইভ, তবে ৪ গিগাবাইট হলে আরও ভালো হয়।

→ প্রথমেই আপনার পেনড্রাইভটি কম্পিউটারে সংযোগ করে নিন। → মাই কম্পিউটারে ডান ক্লিক করে Properties-এ যান, → Advanced/Performance/Settings/Advanced /Change অপশনে যান। এখন Drive (volume label) অপশনের মেনু থেকে পেনড্রাইভটি নির্বাচন করুন। → Custom Size অপশন নির্বাচন করে Initial size এবং Maximum size বক্সে আপনি পেনড্রাইভের যতটুকু জায়গা র‌্যাম হিসেবে ব্যবহার করতে চান, তার সংখ্যা লিখতে হবে। * ( উইন্ডোজের ৫ মেগাবাইট খালি জায়গা প্রয়োজন।

তাই আপনার পেনড্রাইভে যতটুকু জায়গা আছে তার থেকে ৫-১০ মেগাবাইট কম ধরে লিখতে হবে। ) → Apply/OK দিয়ে কম্পিউটার রিস্টার্ট করুন। → আপনার পেনড্রাইভটি র‌্যাম হিসেবে কাজ করবে Face book থেকে। ২. মাউস ব্যবহার না করেই ৪ সেকেণ্ডে বন্ধ করুন লেপটপ বা কম্পিউটার। এর জন্য আপনার কিবোর্ড থেকে Ctrl+Alt+Delete চাপুন।

এর পর Alt+U চাপুন। এখন Ctrl চেপে রেখে এরো কি এর নীচের এরো দিয়ে Turn of সিলেক্ট করে Enter চাপুন ব্যাস ৪ সেকেন্ডে বন্ধ। দারুণ না। ?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।