আমাদের কথা খুঁজে নিন

   

দৌলদিয়ায় ইলিয়াস আলীর মৃত দেহের খোজে অভিযান: জনগনকে মানষিক ভাবে প্রস্তুত করা হচ্ছে!!!

যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. সাবেক সাংসদ ইলিয়াস আলীর গুম হয়ে যাবার ঘটনাটি সারাদেশে এমনকি বর্হিবিশ্বেও একটি আলোচিত সমালোচিত একটি বিষয় হয়ে দাড়িয়েছে। দেমের সাধারন জনগন সহ দেশ-বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব সবারই মনোযোগ কি হতে যাচ্ছে ইলিয়াস আলীর ভাগ্যে। আগে অনেককটা আশাবাদী হলেও ব্যাক্তিগত ভাবে আমার মনে হচ্ছে ইলিয়াস আলী করুন পরিনতি বরণ করতে যাচ্ছেন অথবা করেছেন। সাম্প্রতি পুলিশের দৌলদিয়ার উদ্ধার অভিযানের খবর পড়ে আমার মনে হচ্ছে জনগনকে মানষিক ভাবে প্রস্তুত করা হচ্ছে। বেচে আছে, মরে গেছে এরকম ধোয়াশার ভেতরেই হয়তে্া একসময় ঘোষনা দেয়া হবে যে সে মারা গেছেন। যদি সত্যি এরকম হয়ে থাকে তবেএকরাশ দুঃখ ও সমবেদনা ইলিয়াস আলী ও তার পরিবাররে জন্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।