আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশকে বলছি

আমি নতুন কিছু পড়তে ভালবাসি জানি না আমার এই লেখাটা পুলিশের কেউ পড়বেন কি না, এরপরও নিজেকে শান্তনা দেওয়ার খাতিরেই লিখছি। পুলিশের ভাইয়েরা, আপনারা আমাদের ভাই। আপনারা আমাদের এই দেশের মাটিতেই বড় হয়েছেন। এদেশের কৃষকের ঘরেই হয়তো আপনার জন্ম। আপনাকে ভাই বলছি এতে হয়তো অনেকেই আমার উপর ক্ষেপে যাবেন কারন অনেকেই পুলিশকে আর মানুষ বলে মনে করেন না।

এরপরও আপনাদের কে ভাই বলেই সম্বোধন করছি। ইদানিং প্রায়ই দেখা যায় যে আপনারা মানুষকে মারতে বেশ তৎপর। বেশ আনন্দের সাথেই সবাইকে মেরে থাকেন। ভালই লাগার কথা। মারতে কার না ভাল লাগে।

মন্ত্রী (সাবেক) থেকে শুরু করে একজন সাধারন মানুষ পর্যন্ত আপনাদের এই মার খাওয়া থেকে রেহাই পাচ্ছেন না। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন কি যে, আপনি যাদেরকে পিটাচ্ছেন- মারছেন সেই মন্ত্রী বা সাধারন মানুষের পরিশ্রমেই কিন্তু আপনার বেতন জোটে। সরকার কিন্তু ঐ খেটে খাওয়া মানুষটার নিকট থেকেই ট্যাক্স নিয়ে সেটা বেতন হিসেবে আপনাকে দিয়ে থাকেন। আর আপনি কি না সেই মানুষগুলোকেই মারছেন! আর এজন্যই হয়তো কেউ কেউ আপনাদেরকে মানুষ বলতে ঘৃণাবোধ করে। আমি জানি সব পুলিশই খারাপ না।

কিন্তু যাদের কারনে আপনাদের এত বদনাম হচ্ছে সেই সকল পুলিশকে কেন এখন পর্যন্ত চাকুরীতে রাখা হচ্ছে আমার বুঝে আসে না! আপনারা যদি এখনই সচেতন না হন তাহলে আ'লীগ যেমন বিডিআরকে মেরেছে ভুক্তভোগিরা সরকারী দলে যোগ দিয়ে তেমনি আপনাদেরকে ও তারা মারবে এতে কোন সন্দেহ নাই। আর আপনারা কোথাওযে বিচারও পাবেন না তা তো ইতোমধ্যেই দেখেছেন। সবাইকে অনুরোধ করবো- আমরা চাই পুলিশরা মানুষের সেবা করুক আর এজন্যই পুলিশের আবির্ভাব- এটার যেন কোন ব্যাত্যয় না ঘটে। আমরা আশা করি পুলিশকে এখন থেকে নতুনরূপে দেখতে পাব।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.