আমাদের কথা খুঁজে নিন

   

এবার থেকে ফুল পাখি আর পশু পাখি নিয়ে পোস্ট দিবোঃ কারো রক্ত চক্ষু দেখতে হবেনা; নিরাপদে থাকবো

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি কথায় আছে যাকে দেখতে নারি তার চলন বাঁকা !! আমিও তেমনি অনেকের চক্ষুশূল হয়েছি কারণ অসংগতি আর ভুল দেখিয়ে দেওয়াতে অনেকেই আমাকে অপছন্দের তালিকাভূক্ত করেছেন। আমার এই পোস্টের কী অপরাধ ছিলো যা পোস্ট করার ৩ মিনিটের মাথায় গায়েব করা হলো? মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার !! আচ্ছা আমি মুখ বন্ধ রাখলেই কী সকল ভুল শুদ্ধ হয়ে যাবে? কোন প্রশ্নের জবাব জানতে চাওয়া কী অপরাধা? আমি কোন বিষয়ে পোস্ট দিলেই তা কয়েক সেকেণ্ডে হাওয়া হয়ে যায়। আমার মন্তব্য অনেকের গাঁয়ে জ্বালা ধরায়। কিন্তু কেন? তা হলে কী উট পাখি হয়ে থাকাই নিরাপদ। শুধু ফুল পাখি আর পশু পাখি বিষয়ক পোস্ট দিয়ে নীরাপদ ব্লগিং করবো? কিন্তু যে মাঝি সমুদ্রের উত্তাল ঠেউয়ের সাথে পাল্লা দিয়ে নৌকায় পাল তুলতে সাহস করেনা তাকে আমি কখনোই দক্ষ মাঝি বলে স্বীকার করিনা।

আসুন ঝড়ের সাথে যুদ্ধ করি, অন্যায় , অসত্য আর ভুলে ভরা সমাজকে জঞ্জাল মুক্ত করার ব্রত নেই। হয়তো সামু আবার আমাকে জেনারেল করবে হয়তো ব্লক করে দিবে এমনকি উচ্ছেদও করতে পারে। তাই বলে সত্য ও ন্যায়ের পথ থেকে সরে দাঁড়ানোর মানে যুদ্ধে পরাজিত হওয়া। আমি পরাজয় মানিনা। যুদ্ধ চালিয়ে যাবো যতক্ষন আছি সমরে।

তাতে কেউ পাশে না থাকলেও একলা চলার ব্রত আছে আমার। "যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলোরে"। কারণ আমি জানি মূর্খ্য বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক শ্রেয়"।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.