আমাদের কথা খুঁজে নিন

   

"আমি কেন ধূমপান করিনা”

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন “আমি কেন ধূমপান করিনা” লেখকঃ দেবু ফরিদী, ফেসবুক আইডিঃ DEV D NIPUN আমার বাবাকে হারিয়েছি ২০০৮ সালের ২০ জুলাই, যখন বাবার বয়স মাত্র ৫৩ আর আমার ১৯ । আপনার মতোই আমিও বাবাকে খুব নিষেধ করতাম ধূমপান করতে । ছোটবেলায় বাবা আমাকে দিয়ে সিগারেট আনাত; কিন্তু একটু বড় হওয়ার পর আর যেতে চাইতাম না- পাছে কেউ ভাবে আমি সিগারেট খাই! তাছাড়া বাবাকে আমি যেখানে থাকতাম সেখানে ধূমপান করতে দিতাম না । তাই আর আমার সামনে খেতনা । বাবা প্রথমবার স্ট্রোক করলো ২০০৭ এ ।

আমি তখন নটরডেম থেকে টেস্ট পরীক্ষা দিয়ে কেবল ফরিদপুরে বাসায় গিয়ে এইচ, এস , সি এর প্রস্তুতি নিচ্ছি । আমার ভাগ্য ভালো ছিল; সে যাত্রায় অল্পের ওপর দিয়ে বাবা সেরে উঠলো । শুধু মেজাজটা একটু খিটখিটে হয়ে গেল আর ব্রেইনের তীক্ষ্ণতা কমে গেল । ডাক্তার কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন- বাবাকে যাতে সিগারেট খেতে দেয়া না হয় । কাজ হল, বাবা শুনল আমাদের কথা ।

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো । কিন্তু ৫ মাস পরে আমি যখন ভার্সিটিতে পড়তে বাড়ি ছেড়ে বাইরে এলাম, বাবা তখন মায়ের চোখ ফাঁকি দিয়ে আবার আগের মতো বেশী বেশী ধূমপান করা শুরু করলো । আমি ছুটিতে বাড়ি গিয়ে দেখি তোশকের নিচে, আলমারির কোণে, কাগজের বাক্সের ভেতর আগের মতো সিগারেটের প্যাকেট শোভা পাচ্ছে । আমি প্রচণ্ড রাগে প্যাকেটগুলো লুকিয়ে ফেললাম । বাবা সেদিন খুব রাগ করলো আমাকে ।

রাগের মাথায় আমাকে বলল, "আমার টাকায় আমি খাই, আমি খেয়েই মরবো । তাতে তোর কি? " খুব কষ্ট পেলাম ওইদিন , মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কখনও এসব নিয়ে বাবাকে কিছু বলবনা । পুকুর পাড়ে, বাড়ির বারান্দায়, মন্দিরের পিছে লুকিয়ে লুকিয়ে চলত বাবার সিগারেট খাওয়া । কেউ দেখে ফেললে তাকে বাবা অনুরোধ করতো সে যেন আমাদেরকে না জানায় বাবার সিগারেট খাওয়ার কথা । যেদিন ২য় স্ট্রোক এসে বাবাকে কেড়ে নিল ওইদিন সবাই এসে কাঁদ কাঁদ কণ্ঠে বলল এসব কথা ।

আমার তখন আর কিছুই করার নেই! আমার সবকিছু তখন শেষ । বাবা মারা যাওয়ার পর দুইদিন শোকদিবস পালিত হয়েছিল ফরিদপুরে । মেয়র থেকে শুরু করে মুদি দোকানদার-হাজার হাজার মানুষ তাঁকে একটিবার দেখতে এসেছিল । কেঁদেছে গোটা ফরিদপুরবাসী, কেঁদেছে বাবার অগণিত শুভাকাঙ্ক্ষী, ভক্ত । আজও তাঁদের কাউকে বলতে শুনি, “তোমার বাবাকে আজও ভুলতে পারিনা ।

তিনি চলে যাওয়ায় বাংলা সাহিত্যের, বিশেষ করে ফরিদপুরের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে । ” কী ক্ষতি হয়েছে তাতো আমি বুঝি । তাঁকে ছাড়া আমার দুনিয়াটাই একটা বিশাল শুন্য, আর কিছুই নয় । এই হাতে আমার সবকিছু পুরিয়ে ছাই করেছি, শ্রাদ্ধ করেছি । কেন হল এমন? কেন অসময়ে চলে যেতে হল বাবাকে? কেন আমাকে এতিম হতে হল? কারণ একটাই- ধূমপানের নেশা ।

বাকিটুকু: Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।