আমাদের কথা খুঁজে নিন

   

আসুন নৌকায় করে ঘোড়া পার করি......

চোখের বদলে চোখ নেওয়ার নীতি গোটা পৃথিবীকে অন্ধ করে ফেলেছে...গান্ধীজি

An Unsolved Mystry আমি তখন ফোর কি ফাইভে পড়ি। দাদু সম্পর্কের একজন একদিন আমাদের কয়েকজন বন্ধুকে একটা ধাধা ধরেছিলেন। আমরা কেউ ধাধাটার উত্তর দিতে পারিনি। উনিও আমাদের উত্তরটা বলে দেননি। সেই ধাধাটা আজ আপনাদের সাথে শেয়ার করছি.......... "নয় নৌকা তিরিশ ঘোড়া পার করে দাও বেজোড়া।

" অর্থ্যাৎ তিরিশটা ঘোড়া নয়টা নৌকার মাধ্যমে পার করতে হবে। ঘোড়া পার করার সময় নিম্নের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে- ১। প্রত্যেকটা নৌকা যেন ব্যবহৃত হয়। ২। প্রতিটি নৌকায় ঘোড়ার সংখ্যা অবশ্যই বেজোড় হতে হবে।

৩। একটি নৌকা একবারের বেশি ব্যবহার করা যাবেনা। আমি সেদিন ঘোড়া পার করতে পারিনি। আজ দেখি আপনারা পারেন কিনা??????

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।