আমাদের কথা খুঁজে নিন

   

ভাইয়েরা এদিকে একটু আহেন,আমার হেফাজতি ভাইয়েরা ক্যামনে কি করব?

আমি জানিনা......তবে শূন্য। শূন্যতার ব্লগে স্বাগতম......। আগামী ১৪ ই এপ্রিল পহেলা বৈশাখ , কোটি বাংগালীর প্রানের মেলা,রমনা বটমুল,টিএসসি,ডিসি হিল,সিআরবি সহ সারা বাংলাদেশে উদযাপিত হবে নববর্ষ, এসো হে বৈশাখ এসো হে সুখ ধ্বনিতে বাংলার পথে পথে বাংলা প্রানের উতসবে মিলিত হবে বাংলার জনতা। সব ঠিক আছে তবে সমস্যা অন্য জায়গায়,আমাদের হেফাজতি ভাইদের কাউরে কি সেদিন কোন বেগানা নারীর সাথে দেখা যাবে.................? দুঃখজনক হইলে ও সত্য আমি আমার ফেসবুকে প্রগতির ধুয়া তোলা অনেক ফ্রেন্ডকে দেখলাম যারা নারী শিক্ষা ,নারী নির্যাতন সহ অনেক ব্যাপারে যথেষ্ট সোচ্ছার ছিল তারাই হেফাযতের পতাকাতলে গিয়ে ১৩ দফার জন্য জীবন দিতে এখন প্রস্তুত। আমিতো দেখবোনা যে কি হচ্ছে, কিন্তূ জানতে মুন্চায় আমার ঐসকল ফ্রেন্ড আর ধার্মিক বলগাররা ১৪ এপ্রিল তথা ফেলা বৈশাখ এ কি করে। কারন হাজার হাজার বেপর্দা বেগানা নারী পুরুষ সেদিন রাস্তায় থাকবে, আমি খুব শিহরিত,যদি দেশে থাকতাম তাইলে মনে হয় মজার একটা গেইম উপভোগ করতাম তয় সামুর হেফাজতি ভাইয়েরা আমারে একটু কনতো আপনেরা ক্যামনে কি করবেন...?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.