আমাদের কথা খুঁজে নিন

   

কি লাভ হলো হরতালে?

বারব্যারিয়ান - প্রাচীন কালের কোন একটি সুসভ্য জাতীর (রোমান, গ্রীক, খ্রীষ্টান) বাইরের কোন গোষ্ঠীর সদস্য। এই হরতাল থেকে ভোগান্তি ছাড়া জনগনের কিছু পাওয়ার নেই। কিন্তু বি.এন.পি কি পেল? যেই ইলিয়াস আলীর জন্য এত কিছু, সেই ইলিয়াস আলীর কোন সুরাহা কি হলো? তিন দিন জনগনকে ভুগিয়ে তারা বরং পিছুটান দিল। এই জনভোগান্তির সত্যিকারের উদ্দেশ্য কি ছিল ইলিয়াস আলীকে খুঁজে বের করা? হরতাল দিয়ে সবগুলো নেতা অফিসে বদ্ধ হয়ে বসে থাকলেই ইলিয়াস আলী বের হয়ে আসবে? এত ইলিয়াস-দরদী নেতাদের তো রাস্তায় দেখলাম না কাউকে এই তিনদিন। তাদের আসল উদ্দেশ্য কোন দিনও ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া নয়।

বরং আন্দোলনের একটা ইস্যু তৈরি করা বলেই মনে হয়। তা না হলে বিএনপি নেতারা জনভোগান্তির ব্যবস্থা না করে বরং নিজেদের ভোগান্তির ব্যবস্থা করতেন। হরতালের বদলে তারা বরং সংসদ কিংবা প্রধান মন্ত্রীর অফিসের সামনে আমরণ অনশন করতেন। কিন্তু তারা সেটা করবেন না কোনদিন। পুরো ব্যাবস্থাটাই করা হয়েছে ইস্যুহীন বিএনপির জন্য একটা ইস্যু তৈরী করার জন্য, আর কিছু না।

মাঝখান দিয়ে বলির পাঠা আবাল জনতা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।