আমাদের কথা খুঁজে নিন

   

একঘরা রেলগাড়ি

চেনা জনপদ, চেনা লোকালয় চেনা রমনীর ভালোবাসা ছাড়ি জীবনের একঘরা রেলগাড়ি কোন এক অজানায় দিচ্ছে পাড়ি। সবুজ মাঠের বুক চিড়ে শান্ত নদীর ধার ঘিরে কোন এক অচেনা লাইন ধরে দিচ্ছে পাড়ি জীবনের একঘরা রেলগাড়ি। স্টেশনে স্টশনে যতি ক্ষণিকের যাত্রা বিরতি আবার ফিরে পায় সেই গতি পরের স্টেশনে আবার স্থিতি স্থিতি ভেঙ্গে চড়ে বসে কখন ও মালতি একঘরা রেলগাড়ি ফিরে পায় গতি। বর্ষার জলে, গ্রীস্মের দাবানলে একঘরা রেলগাড়ি কতশত ছলে তাকে নিয়ে চলে দিগ্বালয়ে......... তারপর আবার স্থিতি কোন এক অজানা স্টেশনে নেমে পড়ে মালতি একঘরা রেলগাড়ি হারিয়ে ফেলে গতি শূন্য জীবন পথে পড়ে থাকে স্মৃতি। বসন্তের ঝিরিঝিরি বাতাসে একঘরা রেলগাড়ির বুক হাসে এবার তাতে চড়ে বসে বসন্ত কন্যা বাসন্তী একঘরা রেলগাড়ি ফিরে পায় গতি।

বসন্ত দিনের বাসন্তী হাওয়ায় আর বাসন্তীর শান্ত ছোয়ায় একঘরা রেলগাড়ির হৃদয় জোয়ায়। কিন্তু হায়!!!! আবার স্থিতি একঘরা রেলগাড়ি হারায় গতি। শূন্য জীবনে পড়ে থাকে বাসন্তীর স্মৃতি। শেষ হয় ক্ষণিকের যাত্রা বিরতি শূন্য থেকে শূন্যতর একঘরা রেলগাড়ি মর্তের কঠিন মৃত্তিকা ভেদ করি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা ছাড়ি অসীম শূন্যতার পথে দেয় পাড়ি। শূন্য থেকে শূন্যতর জীবনের একঘরা রেলগাড়ি।

সাকিব শাহরিয়ার ২৩.০৪.২০১২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.