আমাদের কথা খুঁজে নিন

   

কাল (মঙ্গলবার) আবারও হরতাল

কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবি করে টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবারও হরতালের ডাক দিয়েছে বিএনপি। সোমবার বিকেল পাঁচটার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের হরতালের শেষ পর্যায়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফের হরতালের ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, হরতালের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পুলিশের হামলায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুইজন বিএনপি কর্মী নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।

দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় ডাকা হরতালের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, অ্যাড. ছানাউল্লাহ মিয়া প্রমুখ। এসময় তিনি বলেন, ``আমাদের কাছে প্রতীয়মান হয়েছে সরকারের লোকেরাই ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। `` মির্জা ফখরুল বলেন, ``হরতাল আমাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার। সরকার গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করেছে। হরতালের মধ্যে সমস্ত দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে জনগণের উত্তাল আন্দোলনকে রুখে দেওয়ার জন্য।

কিন্তু জনগণের আন্দোলন রুখে দেওয়া যায় না। এতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। `` তিনি বলেন, ``হরতালকে রুখে দিতে সরকার পুলিশ-ৠাব ব্যবহার করেও ক্ষ‍ান্ত হয়নি, মাঠে নামিয়েছে বিজিবি। `` মির্জা ফখরুল বলেন, ``গতকালের মতো আজকের হরতালেও সারা দেশে সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সেলিমা রহমান রয়েছেন।

`` ইলিয়াস আলীকে পাওয়া না গেলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দিয়ে তিনি বলেন,``মঙ্গলবার তৃতীয় দিনের হরতাল শেষে কী কর্মসূচি দেওয়া হবে তা আমরা পরে ঘোষণা করব। `` তিনি বলেন, ``সুরঞ্জিতের কলঙ্ক ঢাকতেই ইলিয়াস আলীকে গুম করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অসংলগ্ন বক্তব্যই প্রমাণ করে, তিনি আসলে পুরোপুরি অসহায়। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ তার হাতে নেই। এটা অন্য কোনোভাবে পরিচালিত হচ্ছে।

`` ইলিয়াসের কোনো খোঁজ পাওয়া গেছে কি না বা তিনি জীবিত আছেন কি না সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তরে তিনি বলেন, ``আমরা কিছুই জানি না। সরকার এ নিয়ে বারবার নাটক করছে। আমাদের কাছে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। আমরা হরতাল দিতে চাই না। ইলিয়াসকে ফেরত পেলেই আমরা আর কর্মসূচি দেব না।

আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে কি না তা সরকারের ওপরই নির্ভর করছে। `` ``ছাত্রদলের দুই নেতাকে খুলনা সদর থানার মধ্যে নির্যাতনের অভিযোগে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে, এটা কোনো শাস্তি নয়। তাকে বরখাস্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। `` তিনি বলেন, ``রোববার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে আমাদের ১১০৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন স্থানে আহত হয়েছেন ১৪৬১ জন।

``  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।