আমাদের কথা খুঁজে নিন

   

লেখা-লেখি অনেক কঠিন কাজ ....

কৃষ্ণচূড়া কখনো বিবর্ণ হয় না। ঝরে পড়ার সময় তার লাল রঙটা নিয়েই সে ঝরে পড়ে যায়। রক্তিম কৃষ্ণচূড়াও তার জন্য নির্ধারিত সময়টুকু পেরিয়ে আসার পর তার রক্তিম আভা নিয়েই ঝরে পড়ে গেছে। আর কোনও রক্তিম কৃষ্ণচূড়াকে পাওয়া যাবে না এ ঠিকানায়।

_ _ _ একটা গল্প লেখা যে কত কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি ।

মাস খানেক আগে একটা গল্প লিখতে শুরু করেছিলাম। কিন্তু কয়েক লাইন লিখে আর এগুতে পারছি না। প্লটটা মাথায়ই আছে কিন্তু সেটাকে অক্ষরে, শব্দে, বাক্যে -কিছুতেই বের করে আনতে পারছি না। আবার যে পর্যন্ত এগিয়েছি সেটাও এখন আর মনঃপুত হচ্ছে না। ছোট্ট একটা গল্প লিখতেই এই অবস্থা !! কে জানে কবে শেষ হবে ... - - - ঠিক করেছি আর লিখবো না।

লেখা-লেখি আমাকে দিয়ে হবে না । আমি বরং পাঠক হয়েই থাকি। সেই ভালো। _ _ _

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।