আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ টিভিতে নিষিদ্ধ ‘ডার্টি পিকচার’ !!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ বলিউডের আলোচিত ‘ডার্টি পিকচার’ ছবিটি কি আসলেই ‘ডার্টি’? সম্প্রতি এ নিয়ে ভারতে আবারও শোরগোল শুরু হয়েছে। এ ছবিতে অভিনয় করে বিদ্যা বালান জাতীয় পুরস্কার পেলেও সম্প্রতি ডার্টি পিকচার ছবিটি টেলিভিশনে দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা আরোপের আগে ছবিটি টেলিভিশনে প্রদর্শনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সে নির্দেশ মেনে ছবিটির ৫৮টি অংশ কেটে-ছেঁটে ছবিটিকে টিভির উপযুক্ত করে তুলেছিলেন ছবিটির পরিচালক মিলান লুথারিয়া। কিন্তু এতেও শেষ রক্ষা হলো না।

এক খবরে জি নিউজ জানিয়েছে, ভারতীয় স্যাটেলাইট চ্যানেল সনি এন্টারটেইনমেন্টে দেখানোর কথা ছিল বিদ্যা বালান, এমরান হাশমি, তুষার কাপুর অভিনীত ‘ডার্টি পিকচার’। ডার্টি পিকচার বিষয়ে অভিযোগ উঠেছিল যে এ ছবি পরিবারের সদস্যদের ওপর বিরূপ ও অনৈতিক প্রভাব ফেলতে পারে। ছবির বিভিন্ন অংশ ছেঁটে অবশেষে রাত ১১টার পরে এটি দেখানোর সময় নির্ধারণ করে দেয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের সব শর্ত মেনেও ডার্টি পিকচার ছবিটি টিভিতে দেখাতে না পেরে রীতিমতো হতাশই হয়ে পড়েছেন পরিচালক মিলান লুথারিয়া। এ প্রসঙ্গে লুথারিয়া জানিয়েছেন, ‘প্রায় দুই মাস ধরে দৃশ্য কাট-ছাঁটের পর ছবিটির টিভি প্রদর্শনী নিষিদ্ধ করায় আমি হতাশ হয়েছি।

আমাদের এভাবে বিব্রত করা কর্তৃপক্ষের উচিত হয়নি। ’ এদিকে ছবিটি টিভিতে দেখাতে না পারায় সনি চ্যানেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে স্ক্রলে দেখানো হয়, ‘অনিবার্য কারণে দ্য ডার্টি পিকচার ছবিটি সম্প্রচার করা সম্ভব হচ্ছে না। ’ ঘটনাটি বলিউডের অন্যতম পরিচালক ও প্রযোজক করণ জোহরও মেনে নিতে পারেননি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘এটি স্রেফ তামাশা। ’ এ ঘটনা মেনে নিতে পারেননি অভিনেতা তুষার কাপুরও।

তুষার বলেছেন, তিনটি জাতীয় পুরস্কার জেতা ছবিটি নিষিদ্ধ করার বিষয়টি দুঃখজনক। তিনি বলেন, ‘বলিউডের সমসাময়িক বাস্তবতার প্রেক্ষিতে সঠিক সময়ের ছবি ডার্টি পিকচার, যা বলিউডের বর্তমান অন্ধকার দিকটাকেই চিত্রায়িত করেছে। ’ ..................অনলাইন সংগ্রহ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।