আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২২৯ (“ছবি মেলা” ছবি প্রদশর্নী ও আমাদের ছবি ভাবনা)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! আজ বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবি আড্ডাটা দারুন কাটলো শিল্পকলা আর্ট গ্যালারীতে। সবগুলো ফটোগ্রাফি গ্রুপ মিলে আমরা একটা বড় গ্রুপ হয়ে গিয়েছিলাম সবার ছিল একটা পরিচয় সবাই ফটোগ্রাফার। এক দল ফটোগ্রাফার রিফাত ভাই, তানভীর, সোহান, এমি আপা, মঈন, নিলয়, স্বপ্নীল, ইমরান, নিপূন, বাবু, বীজু, দেবাশীষ, শাহাদাত, যারা আমার সাথে দীর্ঘ সময় ধরে ফটো নিয়ে গল্প ও আড্ডায় মেতে উঠেছিলেন। আমাদের আড্ডা ছিল আমাদের ফটো ভাবনা এই ছবি মেলাকে ঘিরে। ছবি মেলা আয়োজনে দারুন সব ফটোগ্রাফ উপস্থাপন করা হয়েছে।

একটা নির্দিষ্ট সময়ের ঘটনা ধরে ছবিগুলো তোলা হয়েছে। সবচেয়ে মজার বিষয়, অনেক ফটোগ্রাফে ছিল ভর্তি গ্রেইন, ব্রেকিং রুল অফ থার্ড , আউট অফ ফোকাস, আন্ডার এক্সপোজ, আরো অনেক কিছু। এই ছবিগুলো সব বিশ্বনন্দিত ছবি। অথচ আমাদের মাথায় সারাক্ষন দুশ্চিন্তা ঘুরপাক খায়, শক্তিশালী সাবজেক্ট নিয়ে, রুল অফ থার্ড নিয়ে, গ্রেইন, ফ্রেম টাইট, নেগেটিভ স্পেস নিয়ে। অনেক ফটোগ্রাফি গুরুরা ব্যাকরন না মিললে নাকও সিঁটকান।

আমাদের দেশে যে ধরনের ধারনার উপর ভিক্তি করে ফটোগ্রাফি হচ্ছে তা এক কথায় মনে হলো, ব্যাকরন সমৃদ্ধ রোবট ফটোগ্রাফি এবং এই ছবিতে প্রান নেই। আমাদের ছবি সম্পর্কে অনেক ভুল ধারনা পরিবর্তন করে সামনে দিকে এগুতে হবে। হয়ত আজকে ছবি মেলাতে বিদেশীদের ফটোগ্রাফে ভরে যাচ্ছে, ভবিষ্যতে বিদেশে আমাদের ছবি ভরে যাবে। ২৬ই জানুয়ারী , ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২২৯/৩৬৫ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।