আমাদের কথা খুঁজে নিন

   

যেকোনো শর্তে স্বামীকে ফেরত চাই

বিএনপির নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী আজ সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, যেকোনো মূল্যে, যেকোনো শর্তে তিনি তাঁর স্বামীকে ফেরত চান। এখন পর্যন্ত তাঁর কাছে ইলিয়াসের বিষয়ে কোনো খবর নেই। কারও কাছ থেকে কোনো আশার বাণীও শোনা যায়নি। সরকার বা দলের তরফ থেকে কোনো চাপ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাহসিনা রুশদী বলেন, ‘কোনো চাপ আমি ভয় করি না।

কে চাপ দেবে, কেন দেবে। আমার একটাই কথা, আমি আমার স্বামীকে ফেরত চাই। ’ গত শনিবার সন্ধ্যায় গাজীপুরের পুবাইলের একটি বাড়িতে র্যাব ও পুলিশের অভিযানের সময় তিনি তাদের সঙ্গে ছিলেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান রুশদী। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার সঙ্গে যোগাযোগ রাখছে। বিভিন্ন তথ্য চাচ্ছে।

’ অনেক জায়গায় শোনা যাচ্ছে, ইলিয়াস আলী আপনার সঙ্গে যোগাযোগ রাখছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাহসিনা রুশদী বলেন, ‘যোগাযোগ করলে তো বুঝতাম, তিনি আছেন। ’ এ সময় রুশদী গণমাধ্যম কর্মীদের পাল্টা প্রশ্ন করেন, ‘আপনারা তো অনেক কিছুই লিখছেন, আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাকে বলেন। ’ এদিকে ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় ব্রিটিশ এমপি রিচার্ড ফুলার উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.