আমাদের কথা খুঁজে নিন

   

যদিও আমি গুম হয়ে যাওয়ার মতো এমন কিছু হয়নি

চলো সবাই সামনে এগিয়ে যাই.... সবাই যখন ঘুমায়, মাঝে মাঝে আমার ঘুম আসে না আমি হরতাল চাই না কিন্তু এর বিরোধিতাও করতে পারছি না। কারণ- দুই একদিন পরপর কেউ না কেউ গুম হয়ে যাচ্ছে। কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। যেখানে এত বড় একজন নেতা (ক্যাডার) গুম হয়ে গেল। সেখানে তো আমি কিছুই না।

আমার গুম হতে কতক্ষণ। যদিও আমি গুম হয়ে যাওয়ার মতো এমন কিছু হয়নি। তারপরেও আমি গুম হলে হয়তো পত্রিকার দুই-এক কলামের একটা ছোট শিরোনাম হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলবেন- এসব ঘটতেই পারে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে বলবেন- ৪৮ ঘণ্টার মধ্যে এর শেষ দেখতে চাই। কিন্তু সেই শেষ আর শেষ হবে না...।

তাই এর একটা দফারফা হওয়া উচিত। সেটা যেই মাধ্যমেই হোক। আমি বুঝতে পারছি হরতালের জন্য দেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। কেননা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামে গুম করার অভিযোগ নতুন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।