আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের আজকের শীর্ষ সমাচার: হরতাল,অবরুদ্ধ হরতালকারীরা, গ্রেফতার- ধরপাকড়, অগ্নিদগ্ধ

গুম হয়ে যাওয়া বিএনপি নেতা ও সাবেক সংসদ ইলিয়াস আলীর খোজে থানায় থানায় পুলিশের বেতার বার্তা। দেশে একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। একজন গুম হয়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করতে ব্যর্থ দেশের পুরা নিরাপত্তাবাহিনী। যার জেরে আজ সারাদেশে হরতাল চলছে- আর হরতালের হর এবং তালের খবর বেশ তেতো মিঠা। গণতান্ত্রিক সরকারের আমলে বিরোধী দলের হরতালে দলটির নেতাকর্মীদের নয়া পল্টনে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।

রাজপথ পুলিশের দখলে। কোনো কোনো মিডিয়ার খবর রাজধানীতে নিরুত্তাপ হরতাল। সিলেটে সংঘর্ষ । পুরান ঢাকার সাবেক কাউন্সিলার গ্রেফতার । রাজশাহীতে পুলিশের লাঠি পেটায় মিনুসহ আহত।

২০। এর মধ্যে গতকালের একটি খবর- বিএনপির ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতালের আগে আতঙ্ক ছড়াতে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে পেট্রল ঢেলে বাসে আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় জীবন্তদগ্ধ হয়ে এক বাসচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত দুজন। এটিও কোন সুবাতাস নাকি আবারও প্রধানমন্ত্রীর ভাষায় খালেদা জিয়ার নির্দেশে যেমন ইলিয়াস আলী গুম হয়েছেন একইভাবে তার নির্দেশে হয়েছে কিনা ! কত কথা রয়ে যায় অগোচরে- একটি দেশে সম্প্রতি একজন বাঘা মন্ত্রীর বিপুল অর্থকেলেঙ্কারী, তার পদত্যাগ, সরকারের ক্নিনচিট ইমেজ প্রতিষ্ঠার জন্য এবং জনদৃষ্টি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য সম্মোহনী শক্তি হিসেবে গুম নামক এই পরিস্থিতির জন্ম- এসব ভাবনা ও পোস্টমর্টেমের চিত্র আসছে বিভিন্নভাবে। এই হলো আজকের বাংলাদেশ।

বাংলাদেশের গনতন্ত্র, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, সরকার ব্যবস্থা এবং -------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.