আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছেদের পরে

তুমি আমায় বলেছিলে, "প্রতীক্ষায় থেকো মিশনারি স্কুলের মাঠের কোণে কোন এক বিকাল চার টায় আবার দেখা হবে ছুটির শেষে, ক সেকশন খ সেকশনের ব্যবধান আর কত.... প্রতীক্ষায় থেকো" আমি প্রতীক্ষায় থেকেছি তীব্র ক্ষুধা বুক ফাঁটা তৃষ্ণা নিয়ে তার থেকেও তৃষ্ণার্ত প্রতীক্ষায় থাকা চোখে, আমি প্রতীক্ষায় থেকেছি | আমি প্রতীক্ষায় থেকেছি ১৪৪টা ঋতু সঙ্গি করে প্রতিটা ছুটির শেষে রোদ বৃষ্টি শীতে আমি প্রতিক্ষায় থেকেছি ; প্রায় তৃষ্ণায় চোখ ফেটে নামেছে জল অজানা শোকে সার্টের দু হাতায় মুছেছি ওদের কিছু জায়গা পেয়েছে অজান্তে মিশনারি স্কুলের মাঠের নিঃস্ফলা বুকে তবু আমি প্রতীক্ষায় থেকেছি, প্রতীক্ষায় থেকেছি ছুটির শেষে কোন এক বিকালের | এখন আমায় ঘিরে বিবর্ণ মৃত ঘাস গুলো রূপান্তিত হয়েছে সজাল বৃক্ষে মিশনারি স্কুলের মাঠ ঘন অরণ্যে আমার চব্বিশ টি বসন্ত পেরিয়ে গেছে প্রতীক্ষায় থেকে, এখন আমার তৃষ্ণার্ত মৃত চোখে শুধুই খর চৈত্র রুক্ষ চুলে বৈশাখী প্রলয় তারপর ও তৃষ্ণার্ত মৃত চোখ প্রতীক্ষায় দাড়িয়ে থাকে পরিত্যক্ত মিশনারি স্কুলের জংলা মাঠে কোণে তুমি আমায় বলে ছিলে প্রতীক্ষায় থেকো বলে; ক সেকশন খ সেকশনের ব্যবধান আর কত ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.