আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু !!!!

আমি একজন আম জনতা মাননীয় প্রধানমন্ত্রী, সাগর-রুনী হত্যার পর আপনার মন্ত্রীসভার সবচেয়ে সফল এবং এযাবতকালের সর্বশ্রেষ্ঠ সরাষ্ট্রমন্ত্রী কর্তৃক ৪৮ ঘন্টার মধ্যে অপরাধী ধরার ঘোষণা দিয়ে সমালোচিত হওয়ার পর আপনি বলেছিলেন কারও বেডরুমে নিরাপত্তা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়!! .. অথচ, আপনার পিতা ও পরিবারকে বেডরুমেই হত্যা করা হলেও এবং সেই নির্মম হত্যাকান্ডের ৩৭ বছর অতিক্রান্ত হলেও আপনার আন্তরিকতায় জাতি আজও তার মাশুল দিয়ে যাচ্ছে। । । একজন সৌদী কুটনৈতিককে রাস্তায় হত্যা করার পরও হত্যাকারী ধরাতো দূরে থাক সনাক্ত পর্যন্ত করা সম্ভব হয় না। ... বিরোধী দলের একজন সাবেক সংসদ সদস্য (হোক সে সাবেক সন্ত্রাসী কিন্তু, দেশের একজন নাগরিকতো বটে..) রাস্তা থেকে উধাও হয়ে যান... তাঁরা তো বেডরুমে নিরাপত্তাহীনতায় পড়েননি.. তাহলে, আপনার সুদক্ষ পুলিশ ও গোয়েন্দা বাহিনী (যাদের পুষতে দেশের জনগণ আজ প্রায় দেউলিয়া) এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন তাঁদের রাস্তায় নিরাপত্তা দিতে ব্যর্থ হলেন??!!! আপনি ভুলে যাবেন না, দুই তৃতিয়াংশ ভোটে এই দেশের জনগণ আপনাকে ও আপনার সরকারকে নির্বাচিত করেছে দেশের মানুষের নুন্যতম মৌলিক চাহিদা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের জান-মালের নিরাপত্তা বিধান করার জন্য... আয়না পড়ে ভবিষ্যত বাণী করার জন্য নয়।

। ... আপনি যদি আজ প্রধানমন্ত্রী হয়ে থাকেন তবে কাল বিরোধী দলীয় নেত্রী হওয়াও সময়ের ব্যাপার মাত্র। । .. আজ যেমন আপনি আপনার লেঠেল বাহিনী দিয়ে প্রতিবাদকারীদের শায়েস্তা করছেন তেমনি এই লেঠেল বাহিনীই হয়তো কাল আপনাকে ও আপনার দলকে শায়েস্তা করবে (১/১১ এর শিক্ষা এতো তাড়াতাড়ি ভুলে গেলেন??) .. আজ যেমন বিরোধী দলের একজন সদস্য আপনার সম্রাজ্য হতে গুম হয়ে যওয়ার পর আপনি উচ্ছ্বাস প্রকাশ করছেন তেমনি কাল হয়তো আপনার আজকের মন্ত্রীসভার কোন সদস্য অথবা আপনার দলের অন্য কোন সক্রিয় সদস্য গুম হবেন আর তার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় দেন দরবার করতে হবে!!..... মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেকে জননেত্রী হিসেবে দাবী করেন .. জননেত্রী সঙ্গা বা গুণাবলী সম্পর্কে আপনার কোন ধারণা আছে কি?? জননেত্রী মানে কি শুধু সব জায়গায় বাবার নাম যুক্ত করা?? নাকি জননেত্রী হলো বিদেশী ডিগ্রীর পাহাড়?? জননেত্রী মানে কি শুধু বড় বড় বক্তৃতা আর দেশবাসীর অসহায়ত্ব নিয়ে নির্লজ্ব উচ্ছ্বাস প্রকাশ করা?? নাকি জননেত্রী মানে একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে রক্ষার জন্য নিজেও দুর্নীতির আশ্রয় নেয়া ???? মাননীয় প্রধানমন্ত্রী .. আমরা দেশের সাধারণ মানুষ.. আমাদের কাছে জননেত্রী হলো শত্রু-মিত্র, সরকারী-বিরোধী নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের নেত্রী। ।

যেমনটি ছিলেন শেরে-বাংলা একে ফজলুল হক, যেমনটি ছিলোন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যেমনটি ছিলেন আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। । .... কিন্তু এ কোন উল্টা রশিতে হাঁটছেন আপনি ??? আপনি আপনাকে গণতন্ত্রের মানষকন্যা দাবী করেন!! কিন্তু আমরা বলি গণতন্ত্রের সঙ্গা আপনার নিজেরই জানা নাই.. থাকলে আপনার সম্রাজ্য হতে কেউ গুম হয়ে যাবে আর আপনি তা নিয়ে উচ্ছ্বাস করতে পারতেন না ... আপনি চিন্তিত হতেন .. আপনি অসহায় পরিবারটির পাশে দাঁড়াতেন.. যদি সেই ব্যক্তি অপরাধী বা সন্ত্রাসী হয়ে থাকে তবে তাকে উদ্ধার করে বিচারের সম্মুক্ষীন করুন.. সন্ত্রাসী আপনার দলেও কম নেই ... আমরা দেখেছি .. আপনার মন্ত্রীসভায় একাধিক এপিএস সন্ত্রাসী ও দুর্নীতির পৃষ্ঠপোষক.. আপনি যতই এসব অভিযোগ উড়িয়ে দেয়ার চেষ্টা করেন না কেন আপনার অতীত একবারের জন্য হলেও স্নরণ করুন.. এদেশের জনগণ এক মুহুর্তও সময় নিবেনা আপনাকে ও আপনার দলকে আস্তাকুঁড়ে ছুঁড়ে দিতে ..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.