আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা

একা পাখি বসে আছে, দূর নীলিমার পানে তাকিয়ে... মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা ধোয় ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে------- মন খারাপের খবর আসে, বন পাহাড়ের দেশে, চৌকনো সব বাক্সে, যেথায় যেমন থাকে সে। মন খারাপের খবর পড়ে, দারুণ ভালবেসে --------- বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার। গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি। সেথায় এসে মেঘ পিয়নের সমস্ত ব্যাগ খালি। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা ধোয় ব্যাকুল হলে তিস্তা। দেয়াল জুড়ে ছোট্ট রোদের ছায়া বিশালকায়, নিস্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠায়, কিসের অপেক্ষায়, কিসের অপেক্ষায়? রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভিতর ক্ষত, সেই বুকের থেকে টুপটুপটুপ নীল কুয়াশা ঝরে, আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে - সারা আকাশ জুড়ে মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা ধোয় ব্যাকুল হলে তিস্তা। মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায়, যদি মেঘ পিয়নের ডাকে, সেই ছায়ার হদিস থাকে, রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্ক্ষায় কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায়- ছোট্ট বারান্দায়------------। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা ধোয় - ব্যাকুল হলে তিস্তা। গানটি শুনার জন্য এখানে ক্লিক করুন ...পরী... গানটির একটি ছবি ব্লগ আমার সারাটা দিন মেঘলা আকাশ + ছবি ব্লগ  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।