আমাদের কথা খুঁজে নিন

   

Doctrinal Hypocrisy---- ১৩ দফা কি মধ্যযুগীয় ?

Doctrinal Hypocrisy বা বিশ্বাসগত মুনাফিকি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ৬ ধরণের বিশ্বাসগত নিফাক রয়েছে, যা একজন মুসলিমকে ইসলাম থেকে বের করে দেয়। সে আর মুসলিম থাকতে পারেনা। এই ৬ ধরণের মধ্যে এক ধরণ হল রাসূলাল্লাহ [ﷺ] আল্লাহর কাছ থেকে যা এনেছেন, তার কোন একটি অংশকে অস্বীকার করা। অর্থাৎ ইসলামের কোন একটা অংশ কিংবা নিয়মকে অস্বীকার করা। সোজা বাংলায়, ইসলামের কোন একটা নিয়মকে মানতে না পারা, পুরাতন মনে করা, মধ্যযুগীয়, বর্বর, বর্তমান সময়ের অনুপোযোগী ইত্যাদি ধারণা রাখা একজন মুসলিমকে ইসলাম থেকে সরাসরি বের করে দেয়। অর্থাৎ মুরতাদ করে দেয়। অতএব যারা ইদানীং নিজেদের অতি আধুনিক জ্ঞান করে ফ্রী মিক্সিং কিংবা ১৩ দফার কিছু দাবিকে মধ্যযুগীয় আর তালেবানি বলে নাক সিটকাচ্ছেন, তারা একটু খেয়াল করে। ধর্মহীনদের সাথে তাল মেলাতে গিয়ে আবার বেতাল হয়ে জাহান্নামে প্লট না বুকিং দিয়ে বসেন। Doctrinal hypocrisy is of six kinds 1. Denying the Messenger (sallallahu alihe wa-sallam) 2. Denying part of what the Messenger (sallallahu alihe wa-sallam) was sent with 3. Hating the Messenger (sallallahu alihe wa-sallam) 4. Hating some of what the Messenger (sallallahu alihe wa-sallam) was sent with. 5. Rejoicing over the decline of the deen of the Messenger (sallallahu alihe wa-sallam). 6. Resenting the prevalence of the deen of the Prophet (sallallahu alihe wa-sallam). (Collected)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.