আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড অ্যাপস কথনঃ কার পার্কিং ৩ডি

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   কার পার্কিং ৩ডি অ্যাপসটি গুগল স্টোরে পাবেন গেমস ক্যাটাগরির ব্রেইন এবং পাজল অংশে। গেমটি ডেভলপ করেছে এন্ড্রয়েড অ্যাপস ডেভলপার আইক্লাউডজোন।

অ্যাপসটির রেটিং ৩.৮ এবং এটি প্রায় ৪ লক্ষের বেশি লোক ডাউনলোড করেছেন। কার পার্কিং ৩ডি একটি ৩ডি কার সিমুলেশন গেম। একটি পারকিং লটে নির্দিষ্ট সময়ে আপনার গাড়িটি ঠিক ভাবে পারকিং করে পার করতে পারবেন বিভিন্ন লেভেল। গাড়ি চালানোর জন্য থাকছে স্টিয়ারিং, এক্সেলেটর এবং ব্রেক, এগুলোর সঠিক ব্যবহার করেই গাড়িটিকে কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যেতে হবে আপনাকে। গেমটি একদমই কম সাইজের, এবং খুব কম স্পেসিফিকেশনের সেটেও খেলতে পারবেন এটি।

বসে বসে গাড়ি চালিয়ে সময় পার করার জন্য গেমটি ভালই লাগতে পারে আপনার। এছাড়া ফিজিক্সের ব্যবহারও বেশ ভালই গেমটিতে। গেমটির গ্রাফিক্স একদমই কম মেমোরির গেম হিসেবে চলনসই তবে তা আরেকটু উন্নত করা যেত। এছাড়া ফ্রি ভার্শন খেলার সময় অ্যাড ভালই বিরক্ত করতে পারে, তবে ইন্টারনেট কানেক্টিভিটি অফ করে রাখলে তা কমানো সম্ভব। সাড়ে পাচ মেগাবাইটের এই গেমটির সর্বশেষ ভার্শন ১.০.৬ আপনার এন্ড্রয়েড ফোনের জন্য একদম বিনামুল্যে নামাতে পারবেন এই লিঙ্ক থেকে।

অ্যাপসটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.