আমাদের কথা খুঁজে নিন

   

চাওয়া-পাওয়া

উড়ে উড়ে যেতে ইচ্ছে করে গাংচিল হয়ে খোলা আকাশে চাই না থাকতে আর আজ আমি ডানা ভাঙ্গা পাখির মতো হতা হতাশে। আমি তো ডানা ভাঙ্গা পাখি নই তবু্ও ভাব কেন ডানা ভাঙ্গা পাখি! আমি তো নই কোন পাখরের মূর্তি আমারও অশ্রু ঝরে ভিজে যায় আঁখি। এঁকে যাই কত স্বপ্ন শিশিরের মতো হয় যে বিলীন আকাশের মেঘের মতো যেন ঘটাঘনঘোর এই হৃদয়-গহীণ কথা ও সুর : ছন্দ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।