আমাদের কথা খুঁজে নিন

   

। । ফিরে এলাম অজস্র পিঁপড়ে মুখোশের অন্তরালে মরা খুলির ভিড়ে অথবা নির্বাণে প্রজ্বলিত অলৌকিক বাঁশীর সুরে । ।

আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ... যেভাবেই গেয়ে যাক গাঙচিল অথবা যেভাবেই চেয়ে থাকুক রাত্রি হুতোম , অন্ধকারে বিচ্যুত জোনাকজালে সহস্র পতঙ্গ পরাগ - কাম-মোহিত বিষাদে করুক সম্মিলিত আত্মহত্যা । তবুও আমার হৃদয় থামিবে না , ঘামিবে না কাঁপিবে না অস্থির , বিনিদ্র - এক জুঁই ফুলের সুবাসে অপার্থিব , জেগে থাকুক অলৌকিক বাষ্প বিভ্রম । অজস্র বিষাক্ত গোলাপ ফুটে আছে - খোড়ুলে প্যাঁচার নলাকার দুই চোখে । হন্তক পিয়াসী কিশোরীর এলো-চুলে , সনির্বন্ধ শোনা যায় বন বিড়ালের সঙ্গম আহাজারি । আমার হৃদয় তখন নেমে আসে জৈবিক , প্রাকৃতিক মোহ ছেড়ে তার বিষণ্ণ কাজল চোখে তাই এভাবেই চেয়ে থেকো আজীবন প্রসন্ন কাজল চোখে বিমোহিত নিস্পলক অলৌকিক নীরবতার গৌণ চন্দ্র রাতে এভাবেই ছুঁয়ে দিও আকস্মিক , ঠোঁটে । খণ্ডিত স্পর্শ রাশিগুলো সযত্নে কুড়িয়ে আমৃত্যু রেখে দিব অস্বচ্ছ কাঁচ বোতলে । নতুবা এভাবেই হেসে যেও চিরকাল রঞ্জক বিবর্জিত ঠোঁটে অকৃত্রিম , সারা রাত ধরে ছুঁয়ে যাব তোমার কমলা অধরের এপ্রান্ত থেকে ও-প্রান্ত । **  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।