আমাদের কথা খুঁজে নিন

   

সোনামুখি গাঁও

Good সোনামুখি গাঁও মনসুর আজিজ ঝিকিমিকি রোদ্দুর ঝিলিক আকাশ পাতায় পাতায় ছোঁয়া রোদ পড়ে কোয়া কোয়া সোনামুখি পাড়াগাঁও আর কদ্দুর ঝিলিক আকাশ মাখা সোনা রোদ্দুর। তালসিঁড়ি পার হয়ে নরম বাতাস লয়ে ছুটে যাই চালতাতলা পাতায় পাতায় হয় কথা বলা ঢেউ কেটে ছুটে চলা ও ছোট নাও বলতে পারিস নাকি- কোথায় আমার আছে সোনামুখি গাঁও? জাম জারুলের ছায়া চারিদিকে মায়া মায়া মাঠে মাঠে কচি কচি ধানের দোলা ফুল পাখি নাচে গানে হৃদয় ভোলা কচিমুখে দোলখায় ঝিলিক হাসি মায়া মমতাও আছে রাশি রাশি সেটাই তো চির চেনা সোনামুখি গাঁও তার কথা শত মুখে বলিবার দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.