আমাদের কথা খুঁজে নিন

   

এবার ভারতীয় (কলকাতার) ছবিতে মীরাক্কেলের চার বাংলাদেশী !!!!!

ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... প্রাপ্তির পাল্লাটা ওদের ভারিই হচ্ছে ক্রমশ। ভারতীয় স্যাটেলাইট চ্যানেল জি বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এ সুযোগ পাওয়া, দীর্ঘ লড়াই শেষে এ আয়োজনের চূড়ান্ত পর্বে পৌঁছে যাওয়া এবং নান্দনিক পারফরমেন্স নৈপুণ্যে ওদেরই একজনের মাথায় মীরাক্কেলের বিজয় মুকুট ওঠাটা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বিশাল প্রাপ্তি। ওরা চারজন বাংলাদেশের গর্বিত সন্তান আবু হেনা রনি, মোহাম্মদ জামিল হোসেন, আনোয়ারুল আলম সজল এবং ইশতিয়াক নাসের। এদের মধ্যে আবু হেনা রনি সমপ্রতি ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এ চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় দুই তরুণ ভিকি-পার্থর সঙ্গে যৌথভাবে। আনোয়ারুল আলম সজল হয়েছেন দ্বিতীয় রানারআপ আর মোহাম্মদ জামিল হোসেন এবং ইশতিয়াক নাসেরও ফাইনালে দেখিয়েছেন দুর্দান্ত পারফরমেন্স।

বর্তমানে এ চারজনের মধ্যে মোহাম্মদ জামিল হোসেন ছাড়া বাকি ৩ জনই ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ সমাপ্তির পর শুরু হওয়া মীরাক্কেলেরই ‘অসামশালা’ পর্বে দাপটের সঙ্গে পারফরমেন্স করছেন। ইতিমধ্যেই অসামশালায় এ তিনজনের কমেডি পরিবেশনা ব্যাপক প্রশংসায় সিক্ত হয়েছে। মোহাম্মদ জামিল হোসেন মায়ের অসুস্থতার কারণে এখন দেশে অবস্থান করলেও খুব শিগগিরই ‘অসামশালা’ পর্বে যোগ দেবেন বলে জানা গেছে। তবে এ মুহূর্তে সবচেয়ে দারুণ খবর হচ্ছে আমাদের এ চার তরুণ অচিরেই ভারতীয় একটি বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এ তথ্য জানা গেছে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ সংশ্লিষ্ট একটি সূত্রে।

সূত্রটি জানায়, মীরাক্কেলের ‘অসামশালা’ পর্বটি শেষ হলেই এ শো-এর নির্দেশক শুভঙ্কর চট্টোপাধ্যায় শুরু করবেন একটি ছবি নির্মাণের কাজ। বর্তমানে এর চিত্রনাট্যের প্রস্তুতি চলছে। এ ছবিতেই মীরাক্কেল সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে বাংলাদেশ থেকে আবু হেনা রনি, মোহাম্মদ জামিল হোসেন, আনোয়ারুল আলম সজল এবং ইশতিয়াক নাসেরও অভিনয় করবেন। ছবিটিতে আরও অভিনয় করার সম্ভাবনা রয়েছে মীরাক্কেলের অ্যাংকর মীর, তিন মূল বিচারক পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত এবং শ্রীলেখা মিত্রেরও। জানা গেছে, জুন-জুলাই নাগাদ শেষ হয়ে যাবে ‘অসামশালা’ পর্বের আয়োজন।

আর এর পর পরই শুরু হবে ছবিটির কাজ। সূত্র- ভারতীয় স্যাটেলাইট চ্যানেল জি বাংলা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.