আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়াতে আকাশ থেকে পড়ল অসনাক্ত ধাতব বস্তু।

ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা এমন একটি বিভ্রান্তিকর বস্তু পরীক্ষা করছে যেটিকে স্থানীয় মিডিয়াতে বলা হচ্ছে "আ পিস অফ UFO" এই অদ্ভুত বস্তুটির একপাশ অমসৃণ উত্তল। প্রায় ২০০ কেজি ওজনের এই বস্তুটি গেল বছর আকাশ থেকে রাশিয়ার এক গ্রামে পড়েছিল। গ্রামটির নাম ওত্রাডনেশকী এবং অবস্থান জঙ্গলের মধ্যে। বস্তুটির উপর পরিচালিত পূর্বের গবেষণাই প্রমাণিত হয়েছে যে এটি কোন স্যাটেলাইট বা রকেটের অংশ নয়।

"এটির রেডিয়েশন লেবেল শূন্য এবং এটি বর্তমান স্পেস টেকনোলোজির কোন অংশ নয়" বলেছেন রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস এর বিজ্ঞানীরা। একজন পুলিশ অফিসার বলেছেন, তাদেরকে আদেশ দেয়া হয়েছিল বস্তুটি নিয়ে এসে সংরক্ষণ করার জন্য। এখন এটি নিয়ে গবেষণা করার দায়িত্ব রাশিয়ান স্পেস এজেন্সির। পূর্বের কিছু সমগোত্রীয় পোষ্টঃ ১। কেপলার ২২বি।

বাসযোগ্য দ্বিতীয় পৃথিবী। ২। মহাকাশ নিয়ে অবাক করা কিছু তথ্য ও ছবি। ৩। UFO, ভিনগ্রহে প্রানের অস্তিত্তের প্রমান।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।