আমাদের কথা খুঁজে নিন

   

যে মা তার কিশোরী মেয়ের ধর্ষণকারীদের হাত জোড় করে বলেছেন, "বাবারা,আমার মেয়ে ছোট,তোমরা একজন একজন করে যাও।" তার কাছেও এই বই খারাপ লাগবে না আমি জানি।

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... আমি হুমায়ুন আজাদ স্যারের বেশিরভাগ বই ই পরেছি। হুমায়ুন আজাদের 'পাক সার জমিন সাদ বাদ' বইটা নিয়া সমালোচনার শেষ নাই , , , , , আমার বিশ্বাস,একাত্তরে সম্ভ্রম হারান কোন বীরাঙ্গনার কাছে এই বই খারাপ লাগবে না। যে মা তার কিশোরী মেয়ের ধর্ষণকারীদের হাত জোড় করে বলেছেন, "বাবারা,আমার মেয়ে ছোট,তোমরা একজন একজন করে যাও।" তার কাছেও এই বই খারাপ লাগবে না আমি জানি। তার মত লজ্জা তো আমাদের কারো পেতে হয়নি,গালিগালাজটাই তাই আমাদের চোখে আগে পরে। পৃথিবীর কোনও পবিত্র ভাষা দিয়ে পাকিস্তানীদের বর্বরতার স্বরূপ দেখানো যাবে বলে আমার মনে হয়না। আজাদ স্যার ও মনে হয় তাই এ চেষ্টা করেননি। স্যার সম্মান রইল

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।