আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজত ইসলাম সমাবেশে BBC সাংবাদিক কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে অবজ্ঞা, নীরব কেন হেফাজত ইসলাম?

لا إله إلا الله محمد رسول الله হেফাজতে ইসলামের সমাবেশে নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে প্রাপ্য সম্মান দেয়নি বি,বি,সি সাংবাদিক, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। দেখুন ও ভাল করে শুনুন। কি বলতেছিল ঐ বি,বি,সি সাংবাদিক । শুরুতে কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক। কিছু মানুষ শফী ও দেলু রাজাকারের নাম উচ্চারণ করার আগে মওলানা আল্লামা শব্দগুলো ব্যাবহার করেন , যদিও মওলানা ও আল্লামা শব্দ গুলো ব্যাবহার না করে শুধু মাত্র ” শফী ও দেলু” এই রকম উচ্চারণ করলে হত।

আবার দেখা যায় কেউ কেউ বলেন মাননীয় প্রধান মন্ত্রী অমুক, মাননীয় মহামান্য প্রেসিডেন্ড অমুক ইথ্যাদি। এখন প্রশ্ন হলো নামের আগে ও পরে আমরা কেন বিশেষ বিশেষণ শব্দগুলো ব্যাবহার করি? এর উত্তর খুবই সহজ, কারণ যার যার প্রাপ্য সম্মান তাকে দেওয়া প্রতিটি মানুষের কর্তব্য ও নৈতিক দায়িত্ব, এতে যেমন নিজের সম্মান বৃদ্ধি পায় তেমনি নিজেও অন্যের কাছে হতে সম্মান আদায়ে সক্ষম হন। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাদকতা ও র্ধমীয় নিয়ম কানুনও রয়েছে কারো কারো নাম উল্লেখ করার আগে ও পরে কিছু বিশেষণ উল্লেখ করার ক্ষেত্রে। যেমন সংসদে দেখি প্রধান মন্ত্রী খালেদা জিয়া আথবা শেখহাসিনা না বলে শুধু মাত্র মাননীয় প্রধান মন্ত্রী বলা হয়। দুনিয়াতে এমন কিছু মহামানব ও মহাসম্মানিত ব্যাক্তি আছেন তাদের নামের আগে ও পরে কিছু বিশেষণ শব্দ ব্যাবহার করা অবশ্যই জরুরী, যেমন ”হযরত মোহাম্মদ (সাঃ)” আমি যত দুর দেখেছি শুনেছি ও যতদুর পড়ালেখা করেছি দুনিয়ার সকল মুসলমান মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) নামের আগে ও পরে হযরত ও (সাঃ) শব্দগুলো ব্যাবহার করেন।

গত ৬ই এপ্রিল হেফাজতে ইসলামের শাপলা চত্ত্বরে সমাবেশে (বি,বি,সি) এক সাংবাদিক তার নিউজ প্রতিবেদনে শুধুমাত্র ইংরেজীতে (প্রপেট মুহাম্মদ) শব্দটি উল্লেখ করেন, যার বাংলা অর্থ দাড়ায় ( নবী মুহাম্মদ)। ঐ (বি,বি,সি) সাংবাদিক তখন হেফাজত ইসলামের জনসভার ঠিক মাঝেখানে অবস্থান করেতেছিলেন। এই সময় হেফাজত ইসলামে বেশ কয়েক জন কর্মী হাতে হাত দিয়ে চারদিক হতে বেরিকেড দিয়ে নিরাপদে ভিডিও নিউজ ফুটেজ রেকডিং করার জন্য সহায়তা করেন। ঠিক ঐ সময় অনেক হেফাজতের কর্মী ধাক্কা ধাক্কী করে ক্যামরায় নিজের মুখ দেখানোর চেষ্টা করতে থাকেন। নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে সরাসরি অবমাননা না করলেও নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে তার তার প্রপ্য সম্মান দেননি, তার নামের আগে পরে বিশেষণ শব্দ গুলো উল্লেখ না করে।

হেফাজতে ইসলামের সমাবেশটি আযোজনের প্রধান ও মূখ্য উদ্দেশ্য ছিল কিছু নাস্তিক ব্লগার কর্তৃক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) আবমান করার প্রতিবাদে। অথচ সেই সমাবেশ হতে ও তাও আবার একটি ইসলামী সংঘটনের সমাবেশে আমাদের প্রিয় নবীর নাম যথাযথ ভাবে উল্লেখ করা হয়নি, পাশাপাশি এক জন হেফাজত ইসলামী কর্মী মাথা নেড়ে নেড়ে তাকে সমর্তন দিয়ে যাচ্ছিল। অন্যরা তখন বিদেশী সাদা চামড়ার বি,বি,সি সংবাদ দাতা দেখে বেশ আনন্দ উপভোগ করতেছিল ও ক্যামরায় নিজের মুখ দেখাতে ব্যস্ত ছিল। এই সেই (বি,বি,সি) সাংবাদিক, যে আমাদের মহানবীর হয়রত মুহাম্মদ সাঃ কে অবজ্ঞা করেছেন , সঠিক ভাবে উচ্চারণ না করে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.