আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটারই পড়ার বই!

সমপ্রতি ইনটেল নতুন একটি যন্ত্রের ঘোষণা দিয়েছে। তারা ক্লাসরুম কম্পিউটারের মতো একটি ট্যাবলেট কম্পিউটার বাজারে ছাড়ার কথা ভাবছে। নতুন এ ট্যাবলেটের নাম ইনটেল স্টাডিবুক। ইনটেলের লার্নিং সিরিজ সফটওয়্যারের এ ট্যাবলেটে রয়েছে ইন্টারঅ্যাকটিভ ই-রিডার এবং ল্যাবক্যাম অ্যাপ্লিকেশন। এটি পাতলা প্লাস্টিকের তৈরি এবং পানি ও ধুলা প্রতিরোধক।

তবে প্লাস্টিকের তৈরি হলেও ট্যাবলেটটি অত্যন্ত মজবুত ও শক্ত। পরীক্ষা করে দেখা গেছে, পড়ার টেবিল অর্থাৎ ৭০ সেন্টিমিটার উঁচু থেকে কংক্রিটের মেঝেতে পড়লেও এটি ভাঙবে না। এর ওজন ৫২৫ গ্রাম। ব্যাটারি চলবে টানা সাড়ে পাঁচ ঘণ্টা। মজার ব্যাপার হলো, নতুন এ ট্যাবলেটে রয়েছে সাত ইঞ্চির মাল্টিটাচ এলসিডি পর্দা।

এ ছাড়া আছে ১০৬০ বাই ৬০০ পিক্সেল রেজুলেশন। এটি সহজেই উইন্ডোজ ৭ কিংবা অ্যানড্রয়েডের হানিকম্ব সফটওয়্যারে চলতে পারবে। শুধু তা-ই নয়, এর সামনে ও পেছনে রয়েছে দুটি ক্যামেরা, একটি মাইক্রোফোন। আছে লাইট সেন্সর সাপোর্ট এবং মোবাইল লার্নিং এনভায়রনমেন্ট। আর এটি চলবে ইনটেল অ্যাটম জেড ৬৫০ প্রসেসরে।

ইনটেলের এডুকেশন মার্কেট প্ল্যাটফর্মস গ্রুপের গবেষণা ও পরিকল্পনা বিভাগের পরিচালক ওয়েনে গ্র্যান্ট বলেন, ছাত্রছাত্রীরা এখন বাস করে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। আর এ ডিভাইসটি তাদেরকে দিতে পারবে যুক্তিসংগত এবং বৈধ বিজ্ঞানের বাস্তব অভিজ্ঞতা। তিনি আরও বলেন, ইনটেল এখনো ক্লাসরুম পিসিতে এর কোনো লাইন বিক্রি করেনি। তারা শুধু এর মূল নকশা তৈরি করেছে। সঠিকভাবে মূল্য নির্ধারণ না করলেও ধারণা করা হচ্ছে, এটি অবশ্যই ২০০ মার্কিন ডলারের কমেই বিক্রি হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।